টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের চন্দন বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে ছেলেকে নকল সরবরাহের অপরাধে শিক্ষক মোহাম্মদ আবু আসলামকে (৪৫) ২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান।
দন্ডিত ব্যক্তি ধলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস জানান, 'চলতি বছরের ১৪ ফেব্রম্নয়ারি অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হওয়ার আগেই শিক্ষক আবু আসলাম একটি চক্রের মাধ্যমে প্রশ্নপত্র পেয়ে যায়। পরে প্রশ্নের উত্তর লিখে মোবাইলে ছেলের জন্য পরীক্ষার হলরুমে ভেতরে সরবরাহ করার সময় বিষয়টি নজরে আসে। এ সময় শিক্ষককে মোবাইল দেখাতে বলা হয়। তার হাতের মোবাইল জব্দ করে হোয়াটসঅ্যাপ খোলার পর পরীক্ষার সমস্ত উত্তর পাওয়া যায়।'
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান জানান, '১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে পরীক্ষায় নকল সরবরাহ অপরাধে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।'