শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

গ্যাস, বিদু্যৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে খুলনায় মানববন্ধন

খুলনা অফিস
  ০৭ মার্চ ২০২৪, ০০:০০
গ্যাস, বিদু্যৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে খুলনায় মানববন্ধন

খুলনায় বিদু্যৎ ও গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন বক্তারা খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহ, বিমান বন্দর নির্মাণের স্থগিতাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নির্মাণ কাজ শুরু, অর্থনৈতিক জোন প্রতিষ্ঠাসহ আসন্ন বর্ষা মৌসুমের পূর্বে নগরীর ড্রেনেজ, পয়ঃনিষ্কাশন ও ওয়াসার কার্যক্রম সম্পন্ন করা, মশক নিধনে দ্রম্নত কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামানের সভাপতিত্বে, মহাসচিব শেখ মোহাম্মাদ আলী, যুগ্ম মহাসচিব মনিরুজ্জামান রহিম, অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন বক্তারা খুলনার শহর রক্ষা বাঁধসহ (ভৈরব ও রূপসা) কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শেখ মোশাররফ হোসেন, শেখ ফারুক হাসান হিটলু, বিএনপির জেলা ১নং যুগ্ম আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু, জাতীয় পার্টির নেতা অ্যাডভোকেট মহানন্দ সরকার, অধ্যাপক গাউসুল আজম, শাহ্‌ লায়েক উলস্নাহ, আব্দুল আল মামুন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে