বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১

পার্বতীপুর পৌরসভার উপ-নির্বাচন ৯ মার্চ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ০৭ মার্চ ২০২৪, ০০:০০
পার্বতীপুর পৌরসভার উপ-নির্বাচন ৯ মার্চ

দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলমের মৃতু্যর পর ওই ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। আগামী ৯ মার্চ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ওই ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন। এই উপ-নির্বাচনে তিনজন প্রার্থী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইতোমধ্যেই পার্বতীপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন আবুল কালাম, রেজবাহুল ইসলাম টোকন ও মতিয়ার রহমান। শেষ পর্যন্ত এই তিন জন প্রার্থীই চূড়ান্তভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন অফিসার আজিজার রহমান বসুনীয়া বলেন, 'তিন জন মনোনয়নপত্র গ্রহণ করেছেন। ইতোমধ্যে তিন জন মনোনয়নপত্র দাখিলও করেছেন। আগামী ৯ই মার্চ ভোট গ্রহণ করা হবে। এই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২৪৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১৮৪ জন ও মহিলা ভোটার ১২৮৪ জন। ভোট গ্রহণ হবে ইভিএম-এর মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে