জৈন্তাপুরে মোটর সাইকেল-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল তিনজনের
ঝিনাইদহে ট্রেনের ধাক্কায় নসিমন চালকের মৃতু্য চার জেলায় সড়কে আরও পাঁচজনের মৃতু্য
প্রকাশ | ০৭ মার্চ ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃতু্য হয়। সাতক্ষীরার আশাশুনিতে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এদিকে ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় এক নসিমন চালক নিহত হয়েছেন। এছাড়াও সড়কে তিন জেলায় আরও তিনজনের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি জানান, সিলেটের তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলাধীন মোকামপুঞ্জি এলাকায় মোটর সাইকেল ও পিকআপ গাড়ির মুখোমুখি সংর্ঘষে মোটর সাইকেল আরোহী ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা (২৫), সৈয়দ শিহাব আহমদ (২৪), সৈয়দ পাবেল আহমদ (২৩) নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে পাভেল মারা যান। আহত হয়েছেন ২ জন।
গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ শিহাব আহমদ মোকামবাড়ি গ্রামের আলা উদ্দিনের ছেলে এবং নিহত সৈয়দ পাভেল আহমদ একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
রাতে মোকামপুঞ্জি এলাকায় মোটর সাইকেল ও পিকআপ গাড়ির মুখোমুখি সংর্ঘষ হয়। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীদের সহযোগিতায় আহতের উদ্ধার করে জৈন্তাপুর হাসপাতালে ভর্তি করে। পরে গুরুত্বর আহত ফয়সাল ও পাভেলকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়। সিলেটে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে ফয়সাল রেজা মারা যান এবং জৈন্তাপুর হাসপাতালে নিয়ে আসার পর মারা যান শিহাব আহমদ। গুরুত্বর আহত পাভেল আইসিইউতে ছিলেন। তিনিও রাত ২টার দিকে তিনি মারা যান।
মোকামপুঞ্জি খাসিয়া পলস্নীর আর্মি ও হিমেল খাসিয়া নামে অপর ২জন আহত হয়েছেন। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরার আশাশুনিতে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। বুধবার ভোররাতে উপজেলার দর্গাহপুর কাদাকাটি সড়কের ধাপুয়া ব্রিজে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে নয়ন ঘোষ (১৯) ও একই গ্রামের জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম ঘোষ (১৮)। নিহত দু'জনই কালীগঞ্জ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ সময় আহত হয়েছেন একই গ্রামের তারক ঘোষের ছেলে কর্নেল ঘোষ (১৯)। আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনার স্থলে উপস্থিত হয়ে তাদের মরদেহ উদ্ধার করে। আহত কর্নেল ঘোষকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় নামের এক নসিমন চালক নিহত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বাবরা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান (২০) উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মাহাবুব হাসানের ছেলে।
জানা গেছে, মেহেদী হাসান উপজেলা শহর থেকে বেকারি পণ্য নিয়ে নসিমন চালিয়ে বাবরা গ্রামের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাবরা রেলক্রসিং পার হওয়ার সময় লাইনের ওপর নসিমন গড়িটি আটকে যায়। সে সময় নসিমনটি ঠেলে সরাতে গেলে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেন নসিমনটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মেহেদী হাসান মারা যান।
দায়িত্বরত গেটম্যান সিগন্যাল দিয়ে ট্রেনটি থামানোর চেষ্টা করেন কিন্তু থামানো সম্ভব হয়নি বলে যোগ করেন ওসি ও ফায়ার সার্ভিস কর্মকর্তা।
গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের রেকারের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে প্রায় তিন ঘণ্টা ধরে ঢাকা-রংপুর মহাসড়কে দিয়ে অবরোধ করে বিক্ষোভ করে বিকশাচালক ও বিক্ষব্ধ জনতা। বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিকশাচালক উপজেলার কোগারিয়া গ্রামের গিয়াস উদ্দীনের পুত্র শাহিন (২০)। আহত রিকশাচালক ভাগদরিয়া গ্রামের আসাদুল ইসলাম (৩৩)।
স্থানীয়রা জানান, বুধবার সকালে শাহিন রিকশা নিয়ে থানা মোড়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় গোবিন্দগঞ্জ থানা থেকে পুলিশের রেকারটি মহাসড়কে ওঠার সময় থানা মোড়ে অপেক্ষমাণ শাহিনের রিকশাটিকে চাপা দেয়। এতে শাহিন ঘটনাস্থলেই মারা যান।
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের সরিষাবাড়ীতে ইঞ্জিনচালিত অটোরিকশার চাপায় শাহাদাত হোসেন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার উপজেলার সাতপোয়া ইউনিয়নের নগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু শাহাদাত হোসেন সাতপোয়া ইউনিয়নের নগদা এলাকার রঞ্জু মিয়ার ছেলে ও স্থানীয় নূরানি মাদ্রাসার শিক্ষার্থী।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আমতলী (বরগুনা) প্রতিনিধি জানান, আমতলীতে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারভীর মৃধা নামক চালক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে আমতলী-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি নামক স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত তানভীর পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া রাজপাশা গ্রামের মাসুদ মৃধার ছেলে।
এ ঘটনায় অপর আরোহী তাজবিহ আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসে।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, নিহত তানভীরের মরদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।