শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

বাগেরহাটে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান

বাগেরহাট সদর প্রতিনিধি
  ০৭ মার্চ ২০২৪, ০০:০০
বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া হয় -যাযাদি

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে শহরের শালতলায় জেলা পরিষদ অডিটরিয়ামে বৃত্তির এককালীন অর্থ দেওয়া হয়।

জেলা পরিষদের আয়োজনে ২০২২ সালের অনুষ্ঠিত এসএসসি, এইচএসসি ও ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত ৬২২জন গরিব মেধাবী ছাত্র ছাত্রীদের পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে এই বৃত্তি প্রদান করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজ আল আসাদ।

উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট শরিফা খানম, মনির হোসেন প্রিন্স প্রমুখ।

অনুষ্ঠানে এসএসসিতে ৪১৩ জন, এইচএসসিতে ১৩২ জন ও বিভিন্ন বিশ্ব বিদ্যালয়েয় ভর্তির সুযোগপ্রাপ্ত ৭৭ জনসহ সর্বমোট ৬২২জন শিক্ষার্থীকে ১৩ লাখ ৮৭ হাজার টাকা প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে