গাজীপুরে খুলে দেওয়া হলো ফ্লাইওভারের একাংশ
প্রকাশ | ০৬ মার্চ ২০২৪, ০০:০০
গাজীপুর প্রতিনিধি
বিআরটি প্রকল্পের ঢাকা-ময়মনসিংহ লেন খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর চান্দনা চৌরাস্তা এলাকায় নির্মিত ফ্লাইওভারের একাংশ অনানুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। এতে চান্দনা চৌরাস্তা ফ্লাইওভারে ময়মনসিংহগামী লেন এবং অন্যদিকে গাজীপুর শহরের (শিববাড়ির) দিকে ঢাকামুখী লেনটি ব্যবহার করে গাড়ি যাতায়াত করতে পারছে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিআরটি প্রকল্পের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া থেকে চান্দনা চৌরাস্তা এলাকায় নির্মিত ফ্লাইওভারের ময়মনসিংহমুখী একটি লেন খুলে দেওয়া হয়েছে। তাতে ঢাকা থেকে ময়মনসিংহগামী সব যানবাহন এই লেন ব্যবহার করে ভোগড়া ও চান্দনা চৌরাস্তার দীর্ঘ যানজট এড়িয়ে চলাচল করতে পারবে। সেই সঙ্গে ফ্লাইওভার ব্যবহার করে ঢাকা থেকে জয়দেবপুরগামী যানবাহন চন্দনা চৌরাস্তার যানজট এড়িয়ে জয়দেবপুরের দিকে যেতে পারবে। তা ছাড়া জয়দেবপুর থেকে ঢাকার দিকেও চলাচলের ক্ষেত্রে এই ফ্লাইওভারের লেন ব্যবহার করা যাবে।