সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০৬ মার্চ ২০২৪, ০০:০০
প্রতিনিধি
চেক প্রদান
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪১ জন গরিব ও অসহায় মানুষের মধ্যে ৭ লাখ ৯০ জাহার টাকার জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজকল্যাণ পরিষদের ২০২৩-২৪ অর্থবছরের মঞ্জুরিকৃত বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আখতারুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির যুবলীগ নেতা সোহরাব আলী প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতা
ম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিভিন্ন স্কুল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোলস্না, রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য সীমা রাণী পাল শীলা।
সেমিনার অনুষ্ঠিত
ম রংপুর প্রতিনিধি
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যৌন হয়রানিমুক্ত শিক্ষা ও কর্মপরিবেশ তৈরি বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এর কেন্দ্রীয় পরীক্ষা হলে এই কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ। সভাপতিত্ব করেন যৌন হয়রানিমুক্ত শিক্ষা ও কর্মপরিবেশ তৈরি বিষয়ক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ড. জায়েদা শারমিন এবং আয়োজক কমিটির সদস্যসচিব প্রফেসর ড. বিজন মোহন চাকী।
সুজনের সংবর্ধনা
ম ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার পক্ষ থেকে সদ্য একুশে পদকে ভূষিত মো. জিয়াউল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার ভোলাহাট উপজেলা শাখার সাবেক সভাপতি এবং বর্তমান প্রধান উপদেষ্টা মো. জিয়াউল হককে সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিএম রুবেল আহমেদের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শাহানাজ খাতুন, পলস্নী বিদু্যৎ সমিতি ভোলাহাট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রেজাউল করিম।
পুরস্কার বিতরণ
ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীর ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হাজী সাঈদ ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সৈয়দ আতিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ আসাদুর রহমান কিরণ। বিশেষ অতিথি ছিলেন ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ খালেদুর রহমান রাসেল, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব লায়ন তাজুল ইসলাম নজরুল, লেখক ও প্রকাশক কবি মুহাম্মদ মাসুম বিলস্নাহ, ঢাকা ডিভিশনাল বৃত্তি প্রকল্পের সভাপতি এস এম সোবাহান ইকবাল।
প্রশিক্ষণ কর্মশালা
ম দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো এবং আমেরিকেয়ারস ফাউন্ডেশন ইন করপোরেটেডের আয়োজনে স্বাস্থ্য পরিষেবায় দুর্যোগ ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য পরিষেবায় যোগাযোগ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার হাদিপুর ডিআরআরএ'র প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেন। আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্যাহ আল আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. পলাশ দত্ত, আমেরিকেয়ারস ফাউন্ডেশন ইন করপোরেটেডের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ এবিএম কামরুল আহছান।
কৃষক প্রশিক্ষণ
ম কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় ব্রি অঙ্গ পার্টনার প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আধুনিক ধান উৎপাদন ও প্রযুক্তিবিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে কাপাসিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় গাজীপুর ব্রি ফলিত গবেষণা বিভাগের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন কুমার বসাকের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন ব্রি ফলিত গবেষণা বিভাগের প্রধান এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হুমায়ুন কবির, ব্রি উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান ড. মো. হোসেন, ব্রি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সাজিদুর রহমান।
উদ্বুদ্ধকরণ সভা
ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমারে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সভায় সভাপতিত্ব করেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। বক্তব্য রাখেন সোনালী ব্যাংক ম্যানেজার পঙ্কজ কান্তি রায়। উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল জব্বার, নুরুন্নবী, জেলা কমান্ডের সহকারী কমান্ডার সহিদার রহমান মানিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাকেরিনা বেগম, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম প্রমুখ।
মতবিনিময় সভা
ম রায়পুর (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুরে রায়পুর পৌরসভার উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে পরিকল্পিত শহর রমজানে দ্রব্যমূল্যের সহনশীল ও যানজটমুক্ত একটি সুন্দর পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পৌর ভবনে এতে সভাপতিত্বে করেন পৌর মেয়র গিয়াসউদ্দিন রুবেল। প্রধান অতিথি ছিলেন লক্ষ্ণীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দীন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, এএসপি (সার্কেল) আব্দুলস্নাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান।