সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ০৬ মার্চ ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

অ্যাথলেটিকস প্রতিযোগিতা

ম যবিপ্রবি প্রতিনিধি

সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, মশাল প্রজ্বলন, শপথ গ্রহণসহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বার্ষিক ক্রীড়া ও আন্তঃবিভাগ অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে অধ্যাপক ড. মৃতু্যঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেন, অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, অধ্যাপক ড. সেলিনা আক্তার, অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন। অনুষ্ঠান পরিচালনা সহকারী অধ্যাপক ড. ফারজানা নাসরিন ও ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. রায়হান রাকিব।

ছাগল বিতরণ

ম সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথায় ২০২৩-২৪ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র জেলে এবং মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে ছাগল বিতরণ করা হয়েছে। সালথা উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ইউনিয়নের বাছাইকৃত ২০ জন জেলেকে ২টি করে মোট ৪০টি ছাগল, খোয়াড়, খাবার, ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী, উপজেলা মৎস্য অফিসার শাহ মো. শাহারিয়ার জামান সাবু প্রমুখ।

বিদ্যালয়ে স্মরণসভা

ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

ফটিকছড়ির কীর্তিমান পুরুষ, পূর্ব ভূজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল ওহাবের স্মরণে সোমবার বিদ্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি বাবু লক্ষ্ণীবিন্দু ধরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সহ-সভাপতি বাবু সজল বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ ইউছুপ। পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন মরহুমের পুত্র বিএম সম্রাট ও মেয়ে সানজিদা সুলতানা।

কম্বল প্রদান

ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা জেলা প্রশাসনের সহায়তায় দুর্গাপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বাণী তালুকদারের উদ্যোগে ৫০ জন হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান এসব কম্বল বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেস ক্লাবের সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বাণী তালুকদার, সাধারণ সম্পাদক তহুরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বকুল রাণী দাস প্রমুখ।

কৃষি প্রযুক্তি মেলা

ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

কচুয়ায় ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ শুরু হয়েছে।

মঙ্গলবার কচুয়া উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্যর্ যালির মধ্যে দিয়ে ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী। প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফিরোজ আহম্মেদ, কচুয়া থানা অফিসার ইনচার্জ মো. মহসীন হোসেন।

স্বাগত বক্তৃতা করেন কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মামুনুর রশিদ।

কর্মশালা অনুষ্ঠিত

ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়িতে তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ এবং নিরাপদ খাদ্য বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ফুলছড়ি উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমানের সভাপতিত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিসংখ্যান কর্মকর্তা এসএম নুরুজ্জামান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গাইবান্ধা জেলা কর্মকর্তা মিলন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আর্থিক সহায়তা

ম পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

পত্নীতলায় বেসরকারি এনজিও সংস্থা কারিতাস সিএমএলআরপি-২ প্রকল্প কর্তৃক ১২৫ জন উপকারভোগীদের মাঝে ৪ লাখ ৩৭ হাজার ৫শ' টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়িত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচি (ঈগখজচ-ওও) প্রকল্পের আওতায় মঙ্গলবার আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে আঞ্চলিক পরিচালক, কারিতাস রাজশাহী অঞ্চল ডেভিড হেম্‌ভ্রমের সভাপতিত্বে ও প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা একরামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার।

ব্রেঞ্চ বিতরণ

ম ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে এডিপির অর্থায়নে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেঞ্চ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার হেউটনগর দাখিল মাদ্রাসা, বেড়েরবাড়ি সিনিয়র আলিম মাদ্রাসা, বাঁশপাতা বিদ্যালয়, চৌকিবাড়ি উচ্চ বিদ্যালয়, দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কান্তনগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে ১০ জোড়া করে ব্রেঞ্চ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা প্রকৌশল কর্মকর্তা মনিরুল সাজ রিজনসহ শিক্ষকরা।

পুরস্কার প্রদান

ম ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পৌর এলাকায় অবস্থিত মুকুল একাডেমি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি খালিদ শামসের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক (সাংবাদিক) নূরুজ্জামান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান, দুর্নীতি দমন কমিশনের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মতিউর রহমান খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহাজজত হোসেন, মুকুল একাডেমি প্রাথমিক বিদ্যালয়ের উপাধ্যক্ষ কাকলী খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোতালিব হোসেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান

ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নের পলস্নী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী জুলফিকার আলীর সঞ্চালনায় উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডল ফারুক আর্মি। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও অসুস্থ দুজন ব্যক্তিকে হুইলচেয়ার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ

ম রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজান হযরত এয়াছিনশাহ পাবলিক কলেজের বার্ষিক সাহিত্য-সাংস্কৃতি, ক্রীড়া ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। কলেজ অধ্যক্ষ মুহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে ও প্রভাষক রীপা মুহুরী ও আবদুলস্নাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, স্কুল প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, মাওলানা বেলাল উদ্দিন, ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. মনসুর প্রমুখ।

অলিম্পিয়াড ওয়ার্কশপ

ম চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে আর্থপিডিয়া গেস্নাবালের উদ্যোগে ইংলিশ অলিম্পিয়াড ওয়ার্কশপ অন কমিউনিকেশন অ্যান্ড লিডারশিপ স্কিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদির লস্কর। আর্থপিডিয়া গেস্নাবালের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা নাজনীন আহমেদ সিলভীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন ইংলিশ অলিম্পিয়াডের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আমানুলস্নাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব, আর্থপিডিয়া গেস্নাবালের চেয়ারম্যান আলহাজ জিলস্নুল কাদির লস্কর রিমন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ কাওসার শোকরানা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে