গাইবান্ধায় সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত

প্রকাশ | ০৬ মার্চ ২০২৪, ০০:০০

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার রহমতপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল চন্দ্র বর্মণ 'বেআইনিভাবে 'একই বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (কৃষি) মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করেছেন। জানা গেছে, রহমতপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্যক্তি আক্রোশে এবং নিয়মনীতি উপেক্ষা করে বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (কৃষি) মেহেদী হাসানকে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাচারিতা ও অস্বস্তিকর পরিবেশ তৈরি দেখিয়ে তাকে বরখাস্ত দেখানো হয়েছে। উক্ত বরখাস্তকৃত চিঠিতে এ বিষয়ে কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা জেলা শিক্ষা কর্মকর্তাকে অনুলিপি না দিয়েই বরখাস্ত দেখানো হয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের বরখাস্তকৃত সিনিয়র সহকারী শিক্ষক (কৃষি) মেহেদী হাসান জানান, 'আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য প্রতিহিংসামূলক সাময়িক বরখাস্ত করেন। আমি দীর্ঘ ২৩ বছর ধরে অত্র বিদ্যালয়ে কর্মরত থাকাকালীন কোন নিয়ম পরিপন্থি বা অন্যায় কোন কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলাম না।' প্রধান শিক্ষক বাদল চন্দ্র বর্মণ জানান, 'বরখাস্তের চিঠির মধ্যে কাউকে অনুলিপি দেওয়া হয়নি। পরে রেজুলেশন করে চিঠিটি শিক্ষা অফিসে দেয়া হবে।'