খুচরা সার ব্যবসায়ীদের লভ্যাংশ বৃদ্ধি ও সব প্রকার সার, বিসিআইসি ডিলার কর্তৃক সরবরাহের নিশ্চয়তার দাবিতে পথযাত্রা ও মানববন্ধন করেছে মেহেরপুর জেলা খুচরা স্যার বিক্রেতা সমিতি।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহীদ শামসুদ্দোজা পার্কের সামনে থেকে একটি পথযাত্রা শুরু হয়। পথযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি শহিদুল ইসলাম শাহিনের নেতৃত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক আফজাল উদ্দিন, সহ-সভাপতি মুকুল হোসেন, সহ-সম্পাদক হোসেন এরশাদ, কোষাধ্যক্ষ ইবনে সাঈদ, গাংনী উপজেলা সাধারণ সম্পাদক আনিসুর রহমান, মুজিবনগর উপজেলা সাধারণ সম্পাদক বিপস্নব হোসেন, উপদেষ্টা আশরাফ আলীসহ খুচরা সার বিক্রেতারা মানববন্ধন ও পথযাত্রায় অংশ নেন।
বক্তারা বলেন, খুচরা সার ব্যবসায়ীদের লভ্যাংশ বাড়াতে হবে। দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও সার ব্যবসায়ীদের লভ্যাংশ বৃদ্ধি পায়নি। বিসিআইসি ডিলাররা বস্তাপ্রতি ১০০ টাকা হারে লভ্যাংশ পায় কিন্তু খুচরা ব্যবসায়ীরা লভ্যাংশ পান ২৫ টাকা হারে। তাই অনতিবিলম্বে এই বৈষম্য দূর করার দাবি জানান তারা।