কক্সবাজারে হোটেল লং বিচকে জরিমানা ২ জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
দুই জেলায় ৮ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
প্রকাশ | ০৬ মার্চ ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
নড়াইলের কালিয়া ও গাজীপুরের শ্রীপুরে বৈধ কাগজপত্র না থাকায় ৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। এদিকে কক্সবাজারে হোটেল লং বিচে অগ্নিনির্বাপক যন্ত্রে ত্রম্নটি থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আরও দুই জেলায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
কালিয়া (নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের কালিয়ায় নির্দেশনা না মানায় তিনটি ক্লিনিক, দুটি ডায়াগনস্টিক সেন্টার মালিক ও একটি প্যাথলজির মালিককে ৯৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার কালিয়া পৌরশহরে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজ্যিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন।
অভিযানকালে নড়াইলের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশীদসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, 'বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য সরকারের নির্দেশনা না মানায় তাদেরকে জরিমানা করা হয়েছে।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় হাসপাতালে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন। এ সময় উপজেলার মাওনা চৌরাস্তার মাওনা ল্যাবএইড হাসপাতাল, এস আর ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ও মাওনা পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় মাওনা ল্যাবএইড হাসপাতাল বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৫০ হাজার টাকা জরিমানা ও চিকিৎসা কার্যক্রম বন্ধ করা হয়। এছাড়াও এসআর ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে সনদ ছাড়া একজন নার্স দিয়ে কাজ করানোর অভিযোগে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজারে হোটেল লং বিচে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারসহ নানান ত্রম্নটি পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বেলা ১১টায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিম।
অভিযানে কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজারের তারকা মানের হোটেল লং বিচে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারসহ বেশ কিছু ত্রম্নটি পাওয়ায় পাওয়া গেছে। তাদের প্রতিষ্ঠানে রাখা অগ্নিনির্বাপক অনেক যন্ত্র অচল। তাদের দুই মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ায় টাউনখালে মাটি ফেলে ভরাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার বিকালে শহরের কাজীপাড়া ও মৌলভীপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন।
অভিযানে আল হেরা লিমিটেড বিল্ডার্সের চেয়ারম্যান সৈয়দ আনোয়ার আহমেদ লিটনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে খালে ফেলা মাটি সেখান থেকে অপসারণ করার নির্দেশ দেওয়া হয়।
মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার মনোহরগঞ্জে বৈধ লাইসেন্স না থাকায় যমুনা ব্রিক ফিল্ড'র মালিক আমিনুলস্নাহকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বেতিয়াপাড়া এলাকায় যমুনা ব্রিক ফিল্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান।
এ সময় ব্রিক ফিল্ড মালিককে এক মাসের মধে লাইসেন্স ইসু্যর সুযোগ দিয়ে তার কাছ থেকে মুচলেকা নেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান বলেন, 'জরিমানার পাশাপাশি লাইসেন্স ইসু্য করার জন্য তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ১ মাসের সময় দেওয়া হয়েছে। শর্ত ভঙ্গ হলে ১ মাস পর ঐ ব্রিকফিল্ডের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।