আইএসও'র সনদ প্রদান
ডেল্টা পস্ন্যানে অনন্য সাজে সাজবে রাউজান পৌরসভা
প্রকাশ | ০৬ মার্চ ২০২৪, ০০:০০
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
দেশের মধ্যে মাত্র দুইটি পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে ডেল্টা পস্ন্যানে। একটি যশোরের কেশবপুর পৌরসভা, অপরটি চট্টগ্রামের রাউজান পৌরসভা। নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করার কাজ চলছে। এদিকে রাউজান পৌর সভার বর্জ্য ব্যবস্থাপনায় এসেছে আন্তর্জতিক মাননিয়ন্ত্রণকারী আইএসও'র স্বীকৃতি। এই সংস্থাটি ইতিমধ্যে রাউজান পৌরসভার এই সনদ ইসু্য করেছে।
জানা যায়, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডর্ডাইজেশন (আইএসও) রাউজান পৌরসভার এই সনদ ইসু্য করছে চলতি বছরের ২০ ফেব্রম্নয়ারি। তবে এটি আনুষ্ঠানিক হস্তান্তরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিন বছর মেয়াদের জন্য এই সনদ ইসু্য করা হয়েছে। এটি কার্যকর থাকবে ১৯ ফেব্রম্নয়ারি ২০২৭ পর্যন্ত। তবে আন্তর্জাতিক এই সংস্থাটি বলেছে চলমান কর্মসূচির মানদন্ড বজায় রাখার শর্তে এটি নবায়নযোগ্য হতে পারে।
রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ তার পৌরসভার পক্ষে আইএসও সনদ ইসু্যর কথা স্বীকার করে বলেছেন, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনা অনুসরণ ও তার পরামর্শে কাজ করে এই স্বীকৃতি পেয়েছেন। এটি পৌরবাসীর জন্য গর্বের। তিনি জানান, দেশের মধ্যে মাত্র দুটি পৌরসভাকে ডেল্টা পস্ন্যানের আওতাভুক্ত করা হয়েছে। এই পস্ন্যানের আওতায় নেদারল্যান্ডস সরকার রাউজান পৌরসভায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ে উন্নয়নকাজের ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। তিনি এই প্রকল্পের কার্যক্রম দেখতে সে দেশ সফর করেছেন। রাউজান পৌরসভায় এসে সে দেশের প্রতিনিধিদল দফায় দফায় বৈঠক করেছে তার সঙ্গে। ইতিমধ্যে ডেল্টা পস্ন্যানের কর্মসূচির প্রাথমিক কাজ শুরু হয়েছে। পস্ন্যানের আওতায় পৌর এলাকার সৌন্দর্য বর্ধন প্রকল্প নেওয়ার পাশাপাশি গড়ে তোলা হবে পর্যটনশিল্প, শিশু বিকাশ কেন্দ্র, আধুনিক পার্ক, জাতীয় মানের রেস্তোরাঁ, রাউজান ঢালামুখ রাবার বাগান এলাকায় সৃষ্টি করা হবে পর্যটকদের নৌ ভ্রমণের সুবিধায় হ্রদ। ডেল্টা পস্ন্যানের অন্তর্ভুক্তির আগে থেকে বর্জ্য ব্যবস্থাপনায় এই পৌরসভার বিশেষ পরিচিতি রয়েছে।
আইএসও সনদ প্রাপ্তি প্রসঙ্গে বলেন, সব কিছুর বিবেচনা, সব কর্মসূচির মানদন্ড পরীক্ষা-নিরীক্ষা করে যোগ্যতার বিবেচনায় আইএসও রাউজান পৌরসভাকে এই স্বীকৃতি দিচ্ছে।
উলেস্নখ্য, সুইজারল্যান্ডের জেনেভা শহরে আইএসওর সদর দপ্তর। এই সংস্থাটি মূলত বিভিন্ন ধরনের কর্মকান্ডের মাননিয়ন্ত্রন করে থাকে। এ কাজের জন্য তাদের বিভিন্ন দেশে রেগুলেটরি অ্যাক্রিডেশন বডি রয়েছে। এসব সংস্থা থেকেই অ্যাক্রিডেশন সনদ নিয়ে বিভিন্ন ক্যাটাগরির সার্টিফিকেশন বডি আইএসও স্ট্যান্ডার্ড সনদ দিয়ে থাকে।