বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১
চার জেলায় নারীসহ আরও ৫ লাশ উদ্ধার

চৌগাছায় বাবা-মা ও ভাইয়ের পিটুনিতে যুবক নিহত

স্বদেশ ডেস্ক
  ০৬ মার্চ ২০২৪, ০০:০০
চৌগাছায় বাবা-মা ও ভাইয়ের পিটুনিতে যুবক নিহত

যশোরের চৌগাছায় পারিবরিক কলহে বাবা-মা ও ভাইয়ের মারপিটে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে চট্টগ্রামের চকরিয়া, সাতকানিয়া, বগুড়ার সারিয়াকান্দি, নীলফামারীর সৈয়দপুর ও ময়মনসিংহের তারাকান্দা থেকে নারীসহ আরও পাঁচ লাশ উদ্ধার করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

স্টাফ রিপোর্টার, যশোর ও চৌগাছা প্রতিনিধি জানান, যশোরের চৌগাছায় পারিবারিক বিরোধ নিয়ে ছোট ভাই, মা ও বাবার মারপিটে এক যুবক নিহত হয়েছেন। নিহত রেজাউল ইসলাম সাইমন (২৩) চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর ঢাকাপাড়া গ্রামের আয়তাল হকের ছেলে। গত সোমবার সকালে মারপিটের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃতু্য হয়। এ ঘটনায় পুলিশ নিহতের বাবা আয়তাল হক এবং মা সালেহা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।

এদিকে নিহত রেজাউলের ছোট ভাই ইসরাফিল চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। মঙ্গলবার পরীক্ষা শেষে চৌগাছা কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।

নিহতের স্ত্রী সুমি খাতুন এবং রেজাউলের চাচা আয়নাল হক জানান, সোমবার সকাল ৭টার দিকে বৃষ্টি শুরু হলে খোলা জায়গায় জ্বালানি কাঠ রাখা নিয়ে রেজাউলের স্ত্রী সুমি খাতুন ও মা সালেহা বেগমের ঝগড়া হয়। এ নিয়ে রেজাউল ও তার ছোট ভাই ইসরাফিলের মধ্যে হাতাহাতি হয়। এরপর তা মারপিটে রূপ নিলে বাবা আয়তাল হক, মা সালেহা বেগম ও ছোট ভাই ইসরাফিল তিনজনে মিলে রেজাউলকে মারপিট করেন। এতে রেজাউল অসুস্থ হলে বড়খানপুর বাজারের গ্রাম্যচিকিৎসক আব্দুস সালামকে ডেকে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে রেজাউলের শারীরিক অবস্থার অবনতি হলে বিকেল ৫টার দিকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাত ৩টার দিকে তার মৃতু্য হয়।

এদিকে সংবাদ পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বাবা আয়তাল হক (৫০) এবং কোটচাঁদপুর থানা পুলিশের মাধ্যমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স থেকে রেজাউলের মা সালেহা বেগমকে (৪৫) হেফাজতে নেয়।

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের বাবা ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। নিহতের লাশ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে।

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের চকরিয়ায় মাছ ধরতে গিয়ে মাতামুহুরী নদীতে নিখোঁজের ১৯ ঘণ্টা পর আবুল কাশেম (৫২) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরির সহায়তায় একই স্থান থেকে তার লাশ উদ্ধার হয়। এর আগে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মাতামুহুরী নদীর বাটাখালী অংশে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন আবুল কাশেম। আবুল কাশেম চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়ার আবদুল খালেকের ছেলে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিখোঁজ জেলের লাশ উদ্ধার হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে থানা পুলিশ উপজেলার কামারপকুর ইউনিয়নের দক্ষিণ নিয়ামতপুর ডাঙ্গাপাড়া থেকে সোমবার সন্ধ্যায় মতিউল আলমের (৪১) স্ত্রী সালমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে।

এলাকাবাসী জানায়, স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে ঘটনার দিন বিকেলে ঘরের ভেতর দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন গৃহবধূ সালমা বেগম।

সৈয়দপুর থানার ওসি শাহা আলম জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়া সারিয়াকান্দি থেকে নিখোঁজ হওয়ার ৯ দিন পর নাছিম মিয়া (১৪) নামে এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে যৌথবাহিনী। গত সোমবার রাত ১০টার সময় গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের রফিকুল প্রামাণিকের ছেলে এনামুল হকের বাড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় লাশটি উদ্ধার করে সারিয়াকান্দি-গাবতলী থানা পুলিশ, গোয়েন্দা বিভাগ (ডিবি) ও র?্যাব-১২-এর একটি দল।

নিহত নাছিম মিয়া সারিয়াকান্দির ফুলবাড়ী ইউনিয়নের পশ্চিম পাড়া বা পাঁচপীর এলাকার ওয়াজেদ মিয়ার ছেলে এবং সে গমীর উদ্দিন স্কুল অ?্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। এদিকে ঘাতক এনামুল নিহত নাছিমের মামাতো ভাই বলে জানা গেছে।

জানা যায়, ২৫ ফেব্রম্নয়ারি এশার নামাজের পর নাছিম মোবাইল ফোন নিয়ে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে নাছিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ২৬ ফেব্রম্নয়ারি পরিবারের পক্ষ থেকে সারিয়াকান্দি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে পুলিশ, ডিবি ও র?্যাবের একটি যৌথ বাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মাটি খুঁচিয়ে বস্তাবন্দি অবস্থায় কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করে যৌথ বাহিনী। এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে লাশটি নিখোঁজ নাছিমের বলে শনাক্ত করে।

সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে বলেন, প্রাথমিক সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন?্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃতু্য (ইউডি) মামলা হয়েছে।

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় সাদেক মন্ডল (৫৫) নামে এক উপজেলা শ্রমিক লীগের নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পরিবারের দাবি জমিসংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে ঘরের পাশে হত্যা করে গাছে লাশ ঝোলনো হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সাদেক মন্ডল উপজেলার কাকনি গ্রামের আরজ আলী মন্ডলের ছেলে ও উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং কাকনি ইউনিয়ন আওয়ামী লীগের কৃষক লীগের সভাপতি।

জানা যায়, গত সোমবার সন্ধ্যা থেকে আর বাসায় ফেরেননি তিনি। সকালে উঠে তার ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায় পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

নিহতের ছেলে মাহমুদুল হাসান বলেন, 'আমার বাবা আত্মহত্যা করেনি। পরিকল্পিতভাবে আমার চাচা আনোয়ার হোসেন গংরা হত্যা করে গাছের ঢালে ঝুলিয়েছে। দীর্ঘদিন জমিজমাসংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারা এ হত্যাকান্ডে জড়িত।'

এ বিষয়ে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী জানান, ইতিমধ্যে আমরা তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। তারা হলো- আনোয়ার হোসেন মন্ডল (৪৫) পিতা আরজ আলী, দেলোয়ার হোসেন (২৮), পিতা দেলোয়ার হোসেন ও আজাদ সজল (২১), পিতা দেলোয়ার হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে