চন্দনাইশে পরিবেশ রক্ষায় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশ | ০৬ মার্চ ২০২৪, ০০:০০

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে কারখানার বিষাক্ত বায়ু দূষণ থেকে রক্ষার দাবিতে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন -যাযাদি
চট্টগ্রামের চন্দনাইশে তাহের ব্রাদার্সের নির্মাণসামগ্রী কারখানার বিষাক্ত বায়ু দূষণ থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে গাছবাড়ীয়া সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে গাছবাড়ীয়া সরকারি কলেজ ও হাশিমপুর মুকবুলিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ১০০ গজের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের ব্রাদার্স'র নির্মাণসামগ্রী কারখানা। কারখানায় উচ্চ তাপমাত্রায় ডাস্ট, বিটুমিন ও পাথর মিশিয়ে তৈরি করা হয় সড়ক কার্পেটিংয়ের কাঁচামাল যা অন্যান্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে সরবরাহ করে। বিটুমিনের ধোঁয়া ও ধুলাবালিতে পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার মানুষের জীবন অতিষ্ঠ। অনেক ছাত্রছাত্রী, কর্মচারী, শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকজন শিক্ষক তীব্র মাথাব্যথায় আক্রান্ত হয়েছেন। এই কাজ পরিবেশদূষণ জনস্বাস্থ্যের জন্য প্রচন্ড হুমকিস্বরূপ, আইনবিরোধী ও বাংলাদেশের সংবিধানবিরোধী। অতিসত্বর কারখানা বন্ধ করে মানুষের জীবন বাঁচানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানান বক্তারা। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাছবাড়ীয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. কে এম আতিকুর রহমান, সহকারী অধ্যাপক হাসান সরওয়ার, প্রদীপ কুমার দেব প্রমুখ।