ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই একাডেমিক ভবনের মাঝে 'বৈশাখী মঞ্চ' নির্মাণ না করার দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার এক মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানান তারা। বেলা ১১টায় অনুষদ ভবন এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি একাডেমিক ভবনের মাঝে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেন।
এ সময় শিক্ষার্থীদের হাতে 'সংস্কৃতি চাই, তবে শিক্ষার পরিবেশ ধ্বংস করে নয়', 'শব্দ দূষণ নয়, এসো শিক্ষার ভূষণ রক্ষা করি ; বৃক্ষ নিধন নয়, এসো বৃক্ষরোপণ করি', 'একাডেমিক ভবনের সামনে মঞ্চ তৈরি বন্ধ করুন, পড়াশোনার পরিবেশ রক্ষা করুন'-সহ বিভিন্ন লেখা সম্বলিত পস্ন্যাকার্ড দেখা যায়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসন মঞ্চ নির্মাণের জন্য দু'টি একাডেমিক ভবনের মাঝের জায়গাটি বেছে নিয়েছে আর সেজন্য কয়েকটি প্রাচীন বৃক্ষও কাটা হয়েছে, যেটা অযৌক্তিক সিদ্ধান্ত। দুই একাডেমিক ভবনের মাঝে মঞ্চটি স্থাপন করা হলে বিভিন্ন অনুষ্ঠান করার ফলে পড়াশোনার পরিবেশ ধ্বংস হবে। বিশ্ববিদ্যালয়ে আরও অনেক জায়গা ছিল যেখানে একাডেমিক ব্যস্ততা কম। প্রশাসনের এমন কোনো জায়গা বেছে নেওয়া উচিত ছিল।