চয় জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজনের প্রাণহানি ঘটেছে। কক্সবাজার, ফরিদপুরের বোয়ালমারী, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, মৌলভীবাজারের জুড়ী, সুনামগঞ্জের শান্তিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং গ্রাজীপুরের শ্রীপুরে এসব প্রাণহানির ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজার সদর উপজেলার খুরুশকূলে লবণ বোঝাই ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুইজন আহত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় চৌফলদন্ডী আন্তঃসড়কের কক্সবাজারের খুরুশকূল ইউনিয়নের বায়ু-বিদু্যৎ প্রকল্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তি মনির আহমদ (৬৫) ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর খান ঘোনা এলাকার মৃত আবু শামার ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি।
কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের বোয়ালমারীতে কাজের উদ্দেশে বেরিয়ে মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় দুই টাইলস মিস্ত্রির মৃতু্য হয়েছে। দুর্ঘটনায় অপর দুই মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের মোহাম্মদ শেখের ছেলে মো. ইমরান শেখ (২৮) এবং জিয়ার শেখের ছেলে নাঈম শেখ।
সকাল সাড়ে ৫টার দিকে টাইলস মিস্ত্রি ইমরান ও নাঈম মোটর সাইকেলযোগে হাটখোলার চর থেকে পাশের ভাঙ্গা উপজেলায় যাচ্ছিলেন। মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার বিন্নাহুরি নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের ওই দুই আরোহী নিহত হন।
এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনা আইনে মামলা দিয়ে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাইবান্ধা ও গোবিন্দগঞ্জ প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় আসফিয়া খাতুন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের পাকুড়িভিটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আসফিয়া উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের আনিছার রহমানের কন্যা।
স্থানীয়রা জানান, আসফিয়া এক আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় পরিবারের সদস্যদের অগোচরে পাকুড়িভিটা নামক স্থানে রাস্তা পারাপারের জন্য দৌড় দেয়। এসময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের জুড়ীতে মোটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষে আব্দুস সামাদ (২২) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃতু্য হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটনাটি ঘটে। তিনি কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের আব্দুর রশিদের ছেলে। বর্তমানে সামাদের পরিবার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী এলাকায় থাকেন।
জানা যায়, জুড়ী উপজেলার প্রবেশমুখ মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় সে ট্রাকের চাকার নিচে পড়ে পৃষ্ঠ হন সামাদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের শান্তিগঞ্জে বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রাহুল সরকার (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার নারাইনপুর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত রাহুল হবিগঞ্জ জেলার নাজিরপুর গ্রামের ভূষণ সরকারের ছেলে। আহতরা সবাই একই গ্রামের বাসিন্দা।
জানা যায়, হবিগঞ্জ থেকে বরসহ অর্ধশতাধিক যাত্রী নিয়ে দিরাই উপজেলা আসছিল বাসটি। দিরাই মদনপুর সড়কের গাগলী নারাইনপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ সময় যাত্রীদের অধিকাংশই অক্ষত অবস্থায় বের হয়ে আসলেও দুর্ঘটনায় অন্তত ১৫ জন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় রাহুল সরকার নামে এক কিশোরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় রেজিনা বেগম (৫০) নামে এক নারীর মৃতু্য হয়েছে। নিহত নারী উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রশিকনগর-গুটিপাড়া গ্রামের আবদুল হকের স্ত্রী। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রশিকনগর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে রেজিনা বাড়ি থেকে বের হয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, কেনাকাটার জন্য নিজের বাইকে চড়ে রওনা করেছিলেন এক যুবক। পথে বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তার মৃতু্য হয়। গত সোমবার রাত ৯টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের কাইচচাগড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রিফাত মন্ডল (২৯)। তিনি শ্রীপুরের বরমী ইউনিয়নের গারারন গ্রামের বাবুল মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটর সাইকেল চালক রিফাত মাওনার দিকে যাচ্ছিলেন। পথে কাইচচাগড় এলাকায় শ্রীপুর অভিমুখী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হলে পথচারীরা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছার আগেই তার মৃতু্য হয়।