সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৫ মার্চ ২০২৪, ০০:০০

প্রতিনিধি
পুনর্মিলনী অনুষ্ঠিত ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 'পুরোনো বন্ধু কাছে পেয়ে ফুটছে মুখে হাসি, তাই তো মনে আনন্দ আজ, পুনর্মিলনের খুশি' এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরের মহারাজা কুমুদচন্দ্র মেমোরিয়াল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের এক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রফিক, আজিম, ইউনুস, তোফাজ্জল, লেলিন, শাহিন, হারুনসহ অন্য বন্ধুদের উদ্যোগে শনিবার বিকালে নানা আয়োজনে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এম কেসি এম উচ্চ বিদ্যালয়সহ উলেস্নখ্যযোগ্য কয়েকটি উচ্চ বিদ্যালয়ের ২০০০ ব্যাচ-এর ৫০ জন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠানের দুই যুগ পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতা ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি টঙ্গীর জামান মেমোরিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া, সাহিত্য প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বড় দেওড়া জামান মেমোরিয়াল একাডেমি মাঠে পরিচালনা কমিটির সভাপতি মো. মোস্তফা কামাল হুমায়ুন হিমুর সভাপতিত্বে এবং একাডেমির অধ্যক্ষ প্রভাষক নুসরাত জাহানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল এমপি। প্রধান আলোচক ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট মো. আজমত উলস্না খান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আব্দুল গফফার। বইমেলার সমাপনী ম ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের ভাঙ্গায় অমর একুশে বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার ভাঙ্গা পৌর শহরের ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ খুদা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান ও ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তালাত মাহমুদ শাহান শাহ। চোরাই গরু উদ্ধার ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইজাদী ইউনিয়নের তাঁতিপাড়া কলাগাছিয়া গ্রামের ফজর আলীর ছেলে আমির হোসেনের মালিকানাধীন একটি মিনি ডেইরী ফার্ম থেকে রোববার দিবাগত ভোররাতে প্রায় দুই লাখ টাকা মূল্যের দু'টি গরু চুরি করে নিয়ে যাবার সময় পার্শ্ববর্তী সরাবদী এলাকায় জনতার ধাওয়া খেয়ে গরু দু'টি ফেলে রেখে অজ্ঞাত চোরেরা পালিয়ে যেতে পারলেও এলাকাবাসী গরু দু'টি উদ্ধার করতে পরেছে। সোমবার সকালে ৫নং ওয়ার্ড সরাবদী গ্রামের ইউপি সদস্য মো. শাহজালাল ৩নং ওয়ার্ড সদস্য মো. সাখাওয়াত হোসেনের মাধ্যমে ফার্ম কর্তৃপক্ষের কাছে গরু দু'টি হস্তান্তর করেন। প্রস্তুতিমূলক সভা ম ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসানের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, অধ্যাপক মতিউর রহমান, মুকুল একাডেমি স্কুলের উপাধ্যক্ষ কাকলী খাতুন। মতবিনিময় সভা ম চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের চরভদ্রাসনে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমের সঙ্গে উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন বিথীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল ওহাব প্রমুখ। ভিত্তিপ্রস্তর স্থাপন ম পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের পটিয়ায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিভাগের বাস্তবায়নে আমপান প্রকল্পের আওতায় দেওয়ান হাট-বৈলতলী-বরমা-ধামাইর হাট জিসি (অংশ) সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জনপ্রশাসন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ। ফটক উদ্বোধন ম স্টাফ রিপোর্টার, নোয়াখালী নোয়াখালী পৌরসভা কর্তৃক নির্মিত নোয়াখালী প্রেস ক্লাব সম্মুখস্ত সীমানাপ্রাচীর ও প্রধান ফটক আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার প্রধান অতিথি নোয়াখালী পৌর মেয়র সহিদ উল্যাহ্‌ খান সোহেল উদ্বোধনী ফলক উন্মোচন করেন। এ সময় নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার ও সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম মঞ্জু এবং প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন। পাটচাষি সমাবেশ ম গাইবান্ধা প্রতিনিধি পাট পণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পাট ও পাট বীজ উৎপাদনে চাষিদের উদ্বুদ্ধকরণ জেলা পর্যায়ে গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিস) মিলনায়তনে সোমবার এক পাটচাষি সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা প্রশাসন ও পাট সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি ছিলেন পাট অধিদপ্তরের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) দীপক কুমার সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা পাট অধিদপ্তরের সহকারি পরিচালক মো. কামাল উদ্দিন, অতিরিক্ত উপ-পরিচালক মো. রোস্তম আলী, রংপুর অঞ্চলের পাট গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শাহাদত হোসেন। প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা প্রেস ক্লাবের উদ্যোগে দেশের বহুল প্রকাশিত দৈনিক দেশ রূপান্তরের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার থানা প্রেস ক্লাবের দুবাই পস্নাজার তৃতীয় তলার কার্যালয়ে সভাপতি মাসুম বিলস্নাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহাম্মেদ। বিশেষ অতিথি ছিলেন এন আর বিসি ব্যাংক, আড়াইহাজার শাখা ব্যবস্থাপক মো. আনিসুর রহমান, প্রেস ক্লাবের উপদেষ্টা রফিকুল ইসলাম রানা ও আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউলস্নাহর পক্ষ থেকে পাঠানো প্রতিনিধি এসআই সোহাগ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের আড়াইহাজার প্রতিনিধি মো. জিয়াউর রহমান। প্রস্তুতিমূলক সভা ম নকলা (শেরপুর) প্রতিনিধি শেরপুরের নকলায় 'ঐতিহাসিক ৭ মার্চ দিবস' উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র মো. হাফিজুর রহমান লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, ওসি আব্দুল কাদের মিয়া। অভিভাবক সমাবেশ ম শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার গুণগতমান উন্নয়নে পরীক্ষার্থী ও অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য শিক্ষার মান উন্নয়ন ও আসন্ন রমজান মাস উপলক্ষে দারুল কেরাত বাস্তবায়ন করার জন্য অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার অত্র মাদ্রাসার হলরুমে আয়োজিত অভিভাবক সমাবেশে গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাও সাইফুর রহমান, মাও আব্দুল হাই, ক্বারী জিলস্নুর রহমান, মাও জাহিদ হোসেন, অভিভাবক সাংবাদিক শফিকুল ইসলাম রুম্মন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাও আব্দুস শহীদ। পরিচিতি সভা ম চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন চরফ্যাশন উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতির সঙ্গে কার্যকরী পরিষদ সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চর মাদ্রাজ ফাজিল মাদ্রাসার মাঠে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি মাওলানা মো. আবদুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মুবাশ্বিরুল হক নাঈম। বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা কমিটির নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন হুমায়ুন সরমান। চেক প্রদান ম রূপসা (খুলনা) প্রতিনিধি রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামের 'চরপাড়া' এলাকার মৃত বিকাশ সরদারের বিধবা স্ত্রী 'পূরবী' সরদারের বাড়িতে গত ৩ মার্চ আনুমানিক সন্ধ্যা ৭টায় বৈদু্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। রোবাবর রাতে মোলস্না ওয়াহিদুজ্জামান মিজান ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সান্ত্বনা দেন এবং সোমবার ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে 'বিকাশ সরদারের ছেলে আকাশ সরদারের হাতে সান্ত্বনা স্বরূপ ১০ হাজার টাকার একটি 'চেক তাদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মাওলানা আবু সালেহ, ইউপি সদস্য মো. সাহেব আলী শেখসহ অনেকেই। প্রশিক্ষণ অনুষ্ঠিত ম কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল মিলনায়তনে সোমবার বেসরকারি সংস্থা আশা কর্তৃক দারিদ্র্যবিমোচনে ছাগল, ভেড়া পালনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ছাগল, ভেড়া খামারি ৩০ জন মহিলা এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন। ছাগল, ভেড়ার সুচিকিৎসা নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন হাসপাতালের ভেটেরিনারি সার্জন আনোয়ার পারভেজ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সারোয়ার জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা'র সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. আজিজুল হক। প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা (বারহাট্টা) আশা'র সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার এ.কে.এম আজাদ। সম্মাননা প্রদান ম শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি টানা চতুর্থ বারের মতো সময়ের কণ্ঠস্বর হবিগঞ্জ প্রতিনিধি, যায়যায়দিন শায়েস্তাগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মঈনুল হাসান রতন শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি নুরুল হক লিটন ও শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মহিবুর রহমান রিমনের উদ্যোগে সম্মাননা প্রদান করা হয়। রোববার সন্ধ্যায় প্রেস ক্লাব কনফারেন্স রুমে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানবাধিকার কাউন্সিল শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি জিয়াউল হক চৌধুরী সাকিম, শায়েস্তাগঞ্জের বাণীর সম্পাদক ও প্রকাশ মঈনুল হাসান রতন, আব্দুস শহীদ মেম্বার, প্রেস ক্লাবে সিনিয়র সদস্য সৈয়দ আজিজুর রহমান সইফুর, শাহ মুস্তাফা কামাল, জয়নাল আবেদীন, জুয়েল মিয়া প্রমুখ। পদক লাভ ম ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাচন অফিসার কলেস্নাল বিশ্বাস ২০২৪ সালের জাতীয় নির্বাচনী পদক পেয়েছেন। শনিবার জাতীয় ভোটার দিবসে নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে বাংলাদেশ নির্বাচন কমিশনার মো. আলমগীর এ পদক তুলে দেন। কলেস্নাল বিশ্বাস ২০২১ সালে ১ এপ্রিল ডুমুরিয়া উপজেলা নির্বাচন অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিভিন্ন নির্বাচনে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার হিসেবে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। সেবা প্রত্যাশীদের সেবা প্রদানে তৎপরতা, স্বচ্ছতার সঙ্গে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করেন। নির্বাচন অনুষ্ঠিত ম পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের পটিয়ার ছনহরা ধাউরডেঙ্গা সারদাচরণ উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদের নির্বাচনে মামুনুর রশীদ রাসেল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। রোববার বিদ্যালয় অফিস কক্ষে সভাপতি পদের এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অন্য কোনো প্রার্থী না থাকায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন পরিচালনা কমিটির প্রিসাইডিং অফিসার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, আওয়ামী লীগ নেতা মামুনুর রশীদ রাসেলকে বিজয়ী ঘোষণা করেন। তিনি প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হন। ক্রীড়া প্রতিযোগিতা ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি টঙ্গীর হায়দার পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার রাতে বড় দেওড়া শিং বাড়ি মোড় হায়দার পাবলিক স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. সোলেমান হায়দারের সভাপতিত্বে এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা মো. রাজিব হায়দার সাদিমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ মো. জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানটি উদ্বোধন করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আজমত উলস্না খান। অভিভাবক সমাবেশ ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাটে শীধল গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সিংড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিদ্যালয়ের সব শিক্ষার্থীদের মধ্যে ডায়েরি বিতরণ করা হয়। রোববার বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রবিউল আউয়ালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান, প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল ওয়াকিল, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ইউপি সদস্য গোলাম রব্বানী, সাবেক ইউপি সদস্য জিয়াউর রহমান। প্রস্তুতি সভা ম শার্শা (যশোর) প্রতিনিধি যশোরের শার্শায় ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী। এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ শেখ মো. মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার বিনয় কৃষ্ণ মন্ডল, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রিন্সিপাল উত্তম কুমার রায়, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এম এম মামুন হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী।