৫ বছরে ১৭ হাজার মেয়ের এসএসসি পাস

মিরসরাইয়ে শিক্ষায় এগিয়ে মেয়েরা

প্রকাশ | ০৫ মার্চ ২০২৪, ০০:০০

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে শিক্ষায় এগিয়ে রয়েছে মেয়েরা। প্রতিবছর পাসের সংখ্যায় এগিয়ে তারা। এটিকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন সুশীলসমাজের প্রতিনিধিরা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০১৮ সালে উপজেলার ৪৪টি মাধ্যমিক বিদ্যালয় হতে চার হাজার ৮৬১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয় চার হাজার ১৪৫ জন শিক্ষার্থী। উত্তীর্ণ হওয়া চার হাজার ১৪৫ জন শিক্ষার্থীর মধ্যে দুই হাজার ২৬৩ জন মেয়ে। ছেলে উত্তীর্ণ হয় এক হাজার ৮৮২ জন। ২০১৯ সালে মোট এসএসসি পরীক্ষার্থী ছিল সাত হাজার ৩৯৯ জন। তন্মধ্যে উত্তীর্ণ হয় ছয় হাজার ১২০ জন শিক্ষার্থী। এদের মধ্যে মেয়ে উত্তীর্ণ হয় তিন হাজার ৪২৭ জন ও ছেলে উত্তীর্ণ হয় দুই হাজার ৬৯৩ জন। ২০২০ সালে পাঁচ হাজার ১৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয় চার হাজার ৯৮৬ জন। এদের মধ্যে মেয়ে উত্তীর্ণ হয় দুই হাজার ৭৪২ জন। ছেলে উত্তীর্ণ হয় ২ হাজার ২৪৪ জন। ২০২১ সালে মোট এসএসসি পরীক্ষার্থী ছিল ছয় হাজার ৪৪৫ জন। উত্তীর্ণ হয় পাঁচ হাজার ৪৯৩ জন। এদের মধ্যে ছেলে দুই হাজার ৪১৭ জন এবং মেয়ে তিন হাজার ৮৬ জন। ২০২২ সালে পাঁচ হাজার ৭৪৩ জন এসএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে মেয়ে উত্তীর্ণ হয় দুই হাজার ৮৬০ জন ও ছেলে দুই হাজার ১১০ জন। সর্বশেষ ২০২৩ সালে উপজেলায় মোট এসএসসি পরীক্ষার্থী ছিল পাঁচ হাজার ৫৬৯ জন। ওই বছরও পাসের হারে এগিয়ে মেয়েরা। ২০২৩ সালে এসএসসি পাস করে দুই হাজার ৬৩২ জন মেয়ে। অপরদিকে ছেলে পাস করে দুই হাজার ১১০ জন। বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বিদ্যালয়ে উপস্থিতির হারেও মেয়েরা এগিয়ে। এ ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের দিক থেকেও এগিয়ে রয়েছে মেয়েরা। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফোরামের সভাপতি ডা. জামশেদ আলম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছেলের তুলনায় মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় পাসের হারও বেড়েছে। এ ছাড়া মেয়েরা ঘরের কাজ সামলানোর পাশাপাশি শিক্ষায়ও বেশ মনোযোগী হয়েছে, যা দেশের জন্য ইতিবাচক। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ূন কবির খান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রের তুলনায় ছাত্রী সংখ্যা বেশি। তাই পাসের হারে ছাত্রীরা এগিয়ে বেশি।