নবীগঞ্জে কলেজ ছাত্র হত্যা :১১ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ | ০৫ মার্চ ২০২৪, ০০:০০
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কলেজ ছাত্র সৈয়দ রাইসুল হক তাহসিন (১৯) হত্যার ঘটনার ১১ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও চার থেকে পাঁচজনকে। রোববার রাতে নিহত সৈয়দ রাইসুল হক তাহসিনের মা মুড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী-শিক্ষিকা মাহফুজা সুলতানা বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা করেন।
মামলার আসামিরা হলেন নবীগঞ্জ শহরের ওসমানী রোডের হেবলু মিয়ার ছেলে মান্না মিয়া (২০), আলাউর মিয়ার ছেলে জুয়েল মিয়া (২১), আনমনু গ্রামের রুমন মিয়ার ছেলে রিহাত মিয়া (২১), রাজাবাদ গ্রামের কুদরত আলীর ছেলে শাফি মিয়া (২০), গন্ধ্যা গ্রামের লেবু মিয়ার ছেলে রিমন মিয়া (২২), নিজ চৌকি গ্রামের হাকিম মিয়ার ছেলে জাকির মিয়া (২০), মাইজগাঁও গ্রামের আব্দুল গনির ছেলে লাদেন মিয়া (২০), দত্তগ্রামের আব্দুল হাফিজের ছেলে সাজু মিয়া (২৫), গন্ধ্যা গ্রামের শহীদ মিয়ার ছেলে সাজ্জাত মিয়া (২৪), মিলিস্নক গ্রামের মন্নান মিয়ার ছেলে রাতুল মিয়া (২৩), বানিয়াচং উপজেলার কালাইনজুরা গ্রামের মৃত আরজদ উলস্নাহর ছেলে মওদুদ আহমেদ (৪০)।
নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী বলেন, 'তাহসিনের মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।'