বাজিতপুর ও নিকলীতে চলছে অবৈধ বালু উত্তোলন

প্রকাশ | ০৫ মার্চ ২০২৪, ০০:০০

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের হিড়িক পড়েছে। জানা যায়, গত কয়েক মাস আগে বাজিতপুর ও নিকলী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে নদী সংস্কার নামে ছয়টি প্রকল্পের মাধ্যমে ১৬২ কোটি টাকার কাজ চলছে। সেই কাজের নদী থেকে নৌকা দিয়ে নদী তীরবর্তী গ্রামগুলোকে রক্ষার জন্য বস্তা দিয়ে বালু ফেলে আসার কথা থাকলেও প্রভাবশালী নেতারা অন্যত্র বালু ফেলে আসছে। অন্যদিকে বেকু দিয়ে মাটি কেটে কৃষি জমির উর্বরতা শক্তি একেবারেই কমিয়ে ফেলছে। এসব ট্রাক বা লড়িভর্তি মাটির গাড়ি চলাচলের ফলে গ্রামীণ রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। এ বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষ ভেবে দেখবেন বলে এলাকাবাসীর দাবি। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার জানান, যারা বালু উত্তোলন ও কৃষি জমি থেকে বেকু দিয়ে মাটি কাটছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।