বোয়ালমারীতে সরকারি খালের মাটি বিক্রি
প্রকাশ | ০৫ মার্চ ২০২৪, ০০:০০
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে তিন বছর আগে খননকৃত একটি সরকারি খালের ভেতর দিয়ে রাস্তা তৈরি করে মাটি পরিবহণ করছেন এক মাটি ব্যবসায়ী। খালের অপর পাড়ে সঞ্চিত খননকৃত মাটি বিভিন্ন জায়গায় এবং ইটভাটায় বিক্রি করছেন ওই মাটি ব্যবসায়ী। মাটি পরিবহণের সুবিধার জন্য খাল ভরাট করে এভাবে রাস্তা তৈরি এবং সরকারি খালের মাটি বিক্রি করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, উপজেলার ময়না ইউনিয়নের কেওয়াগ্রাম নামক স্থানে প্রবাহিত বারাসিয়া নদী থেকে উৎপত্তি একটি খালের ভেতর মাটি দিয়ে ভরাট করে রাস্তা তৈরি করা হয়েছে। খালের দক্ষিণ পাড়ের মাটি পরিবহণের জন্য এ রাস্তা করা হয়েছে। গত চার দিন ধরে জনৈক জাফরের জমির পাশের খাল খননের পাড়ের স্তূপকৃত মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। জাফর খালের ওই মাটি ট্রাকপ্রতি ১২০ টাকায় বিক্রি করছেন বলে জানা গেছে। পাশের বর্নিরচর গ্রামের বাসিন্দা কুদ্দুস মেম্বার (সাবেক) এস্কাভেটর ও মাটি টানার গাড়ি সরবরাহ করছেন। মাটি টানার জন্য প্রতিদিন গাড়ি প্রতি ২ হাজার ৬০০ টাকায় চুক্তি হয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান, মাটি বিক্রি করছেন পাশের গুনবহা ইউনিয়নের চন্দনী গ্রামের তারা মোল্যা।
এ ব্যাপারে তারা মোল্যা বলেন, 'আমিসহ আমাদের কিছু লোকেদের রেকর্ডীয় জায়গায় খাল খননের মাটি আছে। ইউএনও বরাবর একটা লিখিত দরখাস্ত দিলে তিনি মাটি কাটার মৌখিক অনুমতি দিয়েছেন।'
স্থানীয় বাসিন্দা এবং বারাংকুলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ কামাল আহমেদ বলেন, 'খাল বন্ধ করে রাস্তা করা অন্যায়। এটি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন।'
এ ব্যাপারে বোয়ালমারী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী সন্তোষ কর্মকার বলেন, 'বিষয়টি আমার জানা ছিল না। লোক পাঠিয়ে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, 'বিষয়টা আমার জানা নেই। কেউ আমার কাছে কোনো অনুমতি চায়নি, আমিও কাউকে অনুমতি দেইনি। সরকারের যে দপ্তর খালটি খনন করেছেন, তাদের দায়িত্ব খালটি রক্ষণাবেক্ষণের।'