নাটোরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে ৬ যুবকের কারাদন্ড
প্রকাশ | ০৫ মার্চ ২০২৪, ০০:০০
নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অপরাধে ছয় যুবককে ১৪ বছর করে সশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
রোববার বিকালে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবু্যনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের অনুপস্থিতিতেই এই রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হলো বড়াইগ্রাম উপজেলার জোয়ারী এলাকার ইউনুস আলীর ছেলে সুজাব আলী (২০), একই এলাকার আফেন মুন্সির ছেলে সুমন আলী (১৯), রকমান আলীর ছেলে রফিক উদ্দিন (২২), আব্দুস সামাদের ছেলে ডাবলু মিয়া (২০) ও আতাহার আলী আতা (২৫) এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার মতিউর রহমানের ছেলে ইমদাদুল হক (২৬)।
আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, 'সাক্ষ্য প্রমাণ শেষে দীর্ঘ ১৫ বছর পরে বিজ্ঞ বিচারক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অপরাধে ছয় যুবককে ১৪ বছর করে সশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। আসামিরা পলাতক থাকায় তাদের আটকের দিন থেকে এই রায় কার্যকর হবে।'