চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ত্রি-হুইলার চলাচলের বিরুদ্ধে বিশেষ অভিযানে ৪৪টি যানবাহন জব্দ করে ১ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গত এক মাসে এ অভিযানে মহাসড়ক থেকে ৩০টি টমটম ও ৯টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। এছাড়া কাগজপত্র না থাকায় পাঁচটি মোটর সাইকেল জব্দ করে জরিমানা আদায় করা হয়।
চিরিঙ্গা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মাহবুবুল হক ভুঁইয়া বলেন, মহাসড়কে কোনো ধরনের ত্রি-হুইলার চলাচল করতে দেওয়া হবে না। এসব যানবাহনের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার প্রবণতা বেড়েই চলেছে এবং প্রাণহানির ঘটনা ঘটছে। আইন অনুযায়ী মহাসড়কে তিন চাকার যানবাহন যাতে না উঠে এ বিষয়ে চালকদের সচেতন করতে নিয়মিত মাইকিং করা হচ্ছে।
এছাড়া মহাসড়কের ২৯ কিলোমিটার অংশে তিন চাকার যান চলাচল বন্ধ করতে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।