তিন জেলায় সড়ক দুর্ঘটনায় আরও ৩ জনের মৃতু্য

গাইবান্ধায় ট্রাকচাপায় ২ বাইক আরোহী নিহত

প্রকাশ | ০৫ মার্চ ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
গাইবান্ধায় ট্রাকচাপায় দুই মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়াও মাদারীপুরের শিবচরে, চট্টগ্রামের পটিয়ায় ও গাজীপুরে শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধায় ট্রাকচাপায় দুই মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার গাইবান্ধা সদরের বোয়ালী ইউনিয়নের নসরতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাঘাটা উপজেলার কুকড়ারহাট পোড়া গ্রামের মতিন মিয়া (২৮) ও ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের ফরিদ মিয়া (২৫)। গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের কুতুবপুরে মুন্সীর বাজার ৫নং ব্রীজের দুর্ঘটনাটি ঘটে। নিহত শহীদ সরদার (৩৬) ফরিদপুর জেলার সালথা উপজেলার মাজহাতদিয়া জুগিকান্দা গ্রামের মান্নান সরদারের ছেলে। শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল আহমেদ বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে এবং ঘটনাস্থলেই চালকের মৃতু্য হয়েছে। পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১৫-২০ জন আহত হয়েছেন। রোববার রাত দেড়টার দিকে পটিয়া-চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস দক্ষিণঘাটা কড়ল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল মিয়া (১৮) বাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরামপুর গ্রামের মৃত মলায় মিয়ার ছেলে। আহতরা হলেন পরাগ (৪৫), আসাদ (৫০), ইউসুফ (৪৩), বাবু (৫৫), জামাল (৫০), শহীদ আলী (৫০), খলিল (৪৫) ও মুন আকতার (৩০)। পটিয়া হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় নিহতের ভাই ওসমান মিয়া বাদী হয়ে সড়ক পরিবহণ আইনে হাইওয়ে থানায় মামলা দায়ের করেছেন। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরে শ্রীপুরে ড্রাম ট্রাকের চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার শ্রীপুর পৌর এলাকার শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের বকুলতলা গ্রামের মাওনা হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনজুর হোসেন (৩৮) শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামের শাহাব উদ্দিন মীরের ছেলে। তিনি শ্রীপুরে বাজারে মুদী দোকান দিয়ে ব্যবসা করতেন। শ্রীপুর থানার কর্তব্যরত পুলিশের উপ-পরিদর্শক সামিয়া রহমান বলেন, 'যেহেতু ঘটনাটি হাইওয়ে থানার কাছে সেহেতু খবর পেয়ে সঙ্গে সঙ্গেই মাওনা হাইওয়ে পুলিশকে কয়েকবার ফোন দেওয়া হয়েছে। কিন্তু উনারা ফোন ধরেনি। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।' এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ওসি গোলাম মোর্শেদ বলেন, 'যেহেতু ঘটনাস্থল শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কে সেহেতু এটা থানা পুলিশ দেখবে।'