বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১
রূপগঞ্জে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ

ভোমরা স্থলবন্দরে কাস্টমস হাউজ দ্রম্নত চালুর দাবিতে মানববন্ধন

স্বদেশ ডেস্ক
  ০৫ মার্চ ২০২৪, ০০:০০
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কাস্টমস হাউজ দ্রম্নত চালুর দাবিতে মানববন্ধন -যাযাদি

সাতক্ষীরার ভোমরা কাস্টমস হাউজ দ্রম্নত চালু করার দাবি ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরার ভোমরা কাস্টমস হাউজ দ্রম্নত চালু করা ও আমদানিযোগ্য সব পণ্যের অনুমতি প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে কাস্টমস হাউজ বাস্তবায়ন কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন কাস্টমস হাউজ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন।

মানববন্ধনে ভোমরাকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপান্তরের দাবি জানিয়ে বক্তারা বলেন, কাস্টমস হাউজ দ্রম্নত তৈরি করে আমদানি ও রপ্তানি কার্যক্রম বেগবান করতে হবে। সব ধরনের পণ্য আমদানিসহ বন্দরটি ২৪ ঘণ্টা খোলা রাখার ব্যবস্থা রাখতে হবে। ভোমরাস্থল বন্দর দেশের একটি গুরুত্বপূর্ণ বন্দর হওয়ার পরেও কিছু কুচক্রী মহলের কারণে বার বার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বন্দর দিয়ে সব পণ্য আমদানি করার পরিবেশ থাকলেও কাস্টমস হাউজ চালু না থাকায় সেটি হচ্ছে না। নামমাত্র কয়েকটি পণ্য এ বন্দর দিয়ে আমদানি হয়। বন্দরের পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা না থাকায় ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। ফলে সরকার রাজস্ব হারাচ্ছে।

মানববন্ধনে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভোমরা স্থল বন্দর আমদানি-রপ্তানিকার অ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আবু মুসা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম প্রমুখ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকার অসহায় প্রতিবন্ধী জাফরের জমি জোরপূর্বক দখল ও তাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার মঙ্গলখালী এলাকায় ভুলতা-মুড়াপাড়া সড়কে এলাকাবাসী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ওই এলাকার নারী-পুরুষসহ সহস্রাধিক লোক অংশ নেন। আয়োজিত মানববন্ধনপূর্বক সভায় সভাপতিত্ব করেন মঙ্গলখালী এলাকার ব্যবসায়ী মুরাদ হোসেন।

সভায় বক্তব্য রাখেন ভুক্তভোগী প্রতিবন্ধী জাফর (লিটু), মুড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বিলস্নাল হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান, মুড়াপাড়া ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইদুর, যুবলীগ নেতা আইবুর, শিপন, চুন্নু, নুর ইসলাম প্রমুখ।

ভুক্তভোগী প্রতিবন্ধী জাফর লিটু বলেন, 'আমার ৫ শতাংশ জায়গা ভূমিদসু্য আরব আলী জোর জবর করে দখলে নিয়ে গেছে। আমাকে মেরে ফেলার হুমকি-ধামকি দেয়। গত কয়েকদিন পূর্বেও আমাকে গুলি করে হত্যা করবে বলেও হুমকি দেয়। আমি আমার জীবনের নিরাপত্তা চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আবেদন আমার জায়গা উদ্ধার করে আমাকে থাকার ব্যবস্থা করে দিন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে