দেশের কল্যাণে বিনা পারিশ্রমিকে কাজ করছে স্কাউটস -সিরাজুল ইসলাম এমপি

প্রকাশ | ০৫ মার্চ ২০২৪, ০০:০০

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোলস্না বলেছেন, 'সমাজ থেকে সন্ত্রাস, কিশোর গ্যাং, মাদক ও ইভটিজিং নির্মূলে সেবামূলক সংগঠনের ভূমিকা অপরিসীম। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্কাউটসসহ বিভিন্ন সেবা ও জনকল্যাণকর সংগঠনগুলো শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। দেশের কল্যাণে বিনা পারিশ্রমিকে নিরলস কাজ করছে স্কাউটস।' সোমবার বাংলাদেশ স্কাউটস শিবপুর উপজেলা শাখার ত্রৈবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস কমিটির সভাপতি শাহ সজীবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জেসমিন বেগম, বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক শরীফ হোসেন, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন আলমগীর, নরসিংদী জেলা স্কাউটস কমিটির সম্পাদক আলতাফ হোসেন নাজির, উপজেলা স্কাউটস কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুলস্নাহ আল মামুন প্রমুখ।