শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া 'উইনটেক্স-২০২৪' শুরু

  ০৪ মার্চ ২০২৪, ০০:০০
বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া 'উইনটেক্স-২০২৪' শুরু

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া 'উইনটেক্স-২০২৪' বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটে একযোগে রোববার শুরু হয়েছে। এ মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ সক্ষমতা পর্যবেক্ষণ করতঃ গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়, যা ভবিষ্যতে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করবে।

এ মহড়ায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান, পরিবহণ বিমান, হেলিকপ্টার,র্ যাডার স্কোয়াড্রনসমূহ, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল ইউনিট এবং আনম্যান্ড এরিয়াল সিস্টেম ইউনিটসহ বিমান বাহিনীর সব সদস্য অংশগ্রহণ করছে। মহড়ার অংশ হিসেবে বিমান বাহিনীর বৈমানিকরা আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল রপ্ত করবেন।

উলেস্নখ্য, বিমান বাহিনীর সব যুদ্ধাস্ত্র ও জনবল নিয়ে এই যুদ্ধ প্রস্তুতি অনুশীলনের মাধ্যমে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি পাবে। বাংলাদেশ বিমান বাহিনীর এই মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, সিভিল ডিফেন্স এবং বিএনসিসি (এয়ার উইং) এর বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করছে। আইএসপিআর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে