সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০৪ মার্চ ২০২৪, ০০:০০
প্রতিনিধি
মতবিনিময় সভা
\হআনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারার কর্মরত সাংবাদিকদের সঙ্গে আনোয়ারা উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। রোববার উপজেলার কালাবিবি দীঘির মোড়ের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি ও বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ূম শাহ্র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শামীমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহসভাপতি আনোয়ারা সদরের ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, এম. নজরুল ইসলাম, শহিদুল ইসলাম হান্নান, এম. জামিল উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদেক আমিন, মো. শহিদুল ইসলাম, অর্থ-সম্পাদক মো. মনির উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা
ম নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা-সালথা উপজেলা নিয়ে গঠিত নগরকান্দা-সালথা মানবকল্যাণ ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ফরিদপুরের সালথা উপজেলার কুমারপুটি কাজী বাড়িতে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আল- আরাফাহ ইসলামী ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মাওলানা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রবাস থেকে যুক্ত হয়ে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি প্রবাসী মাওলানা সাইফুল ইসলাম ফরিদপুরী। এ সময় মুফতি মামুন আব্দুলস্নাহ কাসেমী, মাওলানা কাজী কামরুজ্জামান, মুফতী শিহাব উদ্দিন, মাওলানা মাসরুর আহমাদ, মুফতী সৈয়দ মুস্তাফিজুর রহমান, মুফতী জহিরুল ইসলাম, মুফতী নাজমুল হাসান উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ
ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে কুঁড়েরপাড় রমিজ উদ্দিন প্রধান উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল আশরাফ খান দিলিপ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. কামরুল আশরাফ খান পোটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।
প্রস্তুতিমূলক সভা
ম চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে ৭ মার্চ ঐতিহাসিক দিবসসহ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানজুরা মুশাররফ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস।
সাধারণ সভা
ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বোনারপাড়া অফিসার্স ক্লাবের হল রুমে সমিতির সভাপতি মনজুর মোর্শেদ বাপীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিআরডিবি অফিসার ছামিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজমুল হুদা দুদু, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আকন্দ, মোসলেম উদ্দিন বাবলু, আফজাল মীর, আব্দুল খালেক সরকার, সাংবাদিক আনোয়ার হোসেন রানা, জাহাঙ্গীর আলম প্রমুখ।
গণসংবর্ধনা
ম ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ধানহাটিতে ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে শেরপুর-৩ আসনের নবনির্বাচিত এমপি এ ডি এম শহিদুল ইসলামকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। রোববার সংগঠনের সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে সকল ব্যবসায়ী ও সর্বস্তরের জনতার পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়েছে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলার ডাকবাংলোয় স্থানীয় একাংশ গণমাধ্যমকর্মীদের সাথে সংসদ সদস্য এক মতবিনিময় সভা করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ।
ক্রীড়া প্রতিযোগিতা
ম সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাহাদাৎ হোসেন ডাক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির, বলস্নভদি ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহিন, সালথা থানার এসআই নাজমুল হোসেন, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা সোহেল রানা ফরহাদ উপস্থিত ছিলেন।