সার বিতরণ
\হঝিনাইদহ প্রতিনিধি
'উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প'-এর আওতায় ঝিনাইদহ সদর উপজেলার তালিকাভুক্ত তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। রোববার সদর উপজেলা পরিষদ চত্বরে এ আয়োজন করে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর ঝিনাইদহ সদর। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরির সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার জুনাইদ হাবীব, ঝিনাইদহ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান এবং উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা লিংকন মন্ডল প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতা
\হআত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে রোববার উপজেলা সাহেবগঞ্জ ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বুলবুল হোসেন, ভাইস প্রিন্সিপাল মোরশেদ আলম, সহকারী শিক্ষক মো. আশরাফুজ্জামান, কম্পিউটার অপারেটর মো. ডালিম প্রমুখ।
অনুদান বিতরণ
ম বরুড়া (কুমিলস্না) প্রতিনিধি
বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বরুড়ার সাংসদ ও কুমিলস্না দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন শামীমের অর্থায়নে বরুড়া পৌরসভার ৬টি ওয়ার্ডে কর্মহীন মানুষের কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার বিকালে অনুদান প্রদান অনুষ্ঠানে কুমিলস্না দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মো. বাহাদুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসকিউ ফাউন্ডেশনের সদস্য সচিব তোফায়েল হোসেন, বরুড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিখা, উপজেলা আওয়ামী লীগ নেতা আমির হোসেন।
মাড়াই মৌসুমের সমাপ্তি
ম লালপুর (নাটোর) প্রতিনিধি
উত্তরবঙ্গের ভারী শিল্প প্রতিষ্ঠান নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ৯১তম মাড়াই মৌসুমের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। রোববার ২০২৩-২০২৪ আখ মাড়াইয়ের আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হয়। এর আগে গত (১০ নভেম্বর ২০২৩) বিকালে ২০২৩-২০২৪ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। এবারে মিলটি ১১৪ দিনের মাড়াই মৌসুমে মোট এক লাখ ৮৮ হাজার ৬৩৩ মেট্রিক টন আখ মাড়াই করা হয়েছে। তবে আখ মাড়াই বন্ধ হলেও মাড়াইকৃত আখের চিনি উৎপাদন অব্যাহত থাকায় চিনি উৎপাদনের হিসাব জানতে আরও দু-একদিন অপেক্ষা করা লাগবে।
ক্রীড়া প্রতিযোগিতা
ম শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলার বাড়ৈগাঁও জামিউল উলুম সিনিয়র আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ) অতিরিক্ত সচিব শাহনওয়াজ দিলরুবা খান। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. সজীব। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জুনায়েদুল হক ভূঁইয়া জুনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, উপজেলা শিক্ষা অফিসার আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন।
নবীনবরণ
ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে আমানতছপা-বদরুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে নবীনবরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজ প্রাঙ্গণে গভর্নিং বডির সভাপতি ডা. আবু মনছুর মো. নিজামউদ্দিন খালেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান কামেলা খানম রুপা। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন চন্দনাইশ পৌর মেয়র মাহবুবুল খোকা। কলেজের অধ্যাপক যথাক্রমে হুর নায়ের চৌধুরী, তাহমিনা আক্তার ও প্রভাকর বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ শিপ্রা সিকদার, গভর্নিং বর্ডির সদস্য আবু বক্কর, মুজিবুর রহমান, আবুল খায়ের।
পুরস্কার বিতরণ
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাজিরুল ইসলাম কলেজিয়েট স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুলস্নাহ আল মামুন। রোববার বিকেলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণকালে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতকিভাবে গড়ে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য।
আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির, জেলা পরিষদ সদস্য শাহজাহান মিয়া, বাজিতপুর চেম্বার অব কমার্সের সভাপতি সানোয়ার আলী শাহ সেলিম, স্কুলের প্রধান শিক্ষক শাহ মুহাম্মদ আফজল, সহকারী প্রধান শিক্ষক বজলুর রহমান, পৌর কাউন্সিলর আব্দুর রহিম রিপন প্রমুখ।
পুরস্কার বিতরণ
ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির উদ্যোগে মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিলস্নুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সাইন্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর সৈয়দ আশরাফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন।
ফলক উন্মোচন
ম দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের সম্মানিত প্যাট্রন সদস্যদের প্রদত্ত অনুদানের ফলক উন্মোচন অনুষ্ঠান ও আইডি কার্ড হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। রোববার কেয়ার নার্সিং কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ড. হাসনাইন আকতার হক। বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, সহ-সভাপতি অধ্যাপক ডা. শফিকুর রহমান তরুন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, নির্বাহী সদস্য আফতাব উদ্দিন আহম্মেদ মন্ডল, মিসেস রেজিনা ইসলাম (সাবেক এমপি)।
মতবিনিময় সভা
ম কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম লুৎফর রহমান সাংবাকিদের সঙ্গে মতবিনিময় করেছেন। রোববার উপজেলা পরিষদ সভাকক্ষে (ইউএনও) উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকান্ড ও উপজেলার বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি বাবু সঞ্জিব কুমার দাস, সহ-সভাপতি সাইফুল ইসলাম শাহীন, সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক নূরুল আমীন সিকদার, মো, শাকিল হাসান, সমির বণিক, মঞ্জুরুল হক, মজিবুর রহমান।
মোড়ক উন্মোচন
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
\হপীরগঞ্জে 'খলিশাডাঙ্গার কন্যা' ও 'উলঙ্গ সভ্যতা' নামে দুইট কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকালে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে পীরগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক কবি মো. রবিউল আউয়াল ছদ্য নাম রবি বাঙালি'র লেখা কাব্যগ্রস্থ দুটির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা। সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারি অধ্যাপক কবি মো. রবিউল আউয়াল।
প্রস্তুতি সভা
ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
কচুয়ায় মহান স্বাধীনতা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের শেখ তন্ময় মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা বেগম, থানা অফিসার ইনচার্জ মো. মহসীন হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিকদার কামরুল হাসান কচি, মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, জনস্বাস্থ্য কর্মকর্তা রায়হান হোসেন।
বিদায় সংবর্ধনা
ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূলের নান্দুড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম এর চাকুরির মেয়াদ শেষ হওয়ায় অবসরজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার মাদ্রাসা চত্বরে বিদায় সংবর্ধনা উপলক্ষে অধ্যক্ষকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্কুটি চার্জার বাইক প্রদান করা হয়েছে। অনুষ্ঠানিক ভাবে বাইক প্রদান করেন প্রতিষ্ঠানের সভাপতি মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আটমূল ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, উপাধক্ষ্য মো. মামুনুর রশিদ সিদ্দিকী, গভর্নিং বডির সদস্য জিয়াদুল হক, শিক্ষক আলহাজ্ব ওবায়দুল রহমান, আব্দুল ওহাব, জাহাঙ্গীর হোসেন।
শিক্ষাসামগ্রী প্রদান
ম পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ার কচুয়াই এডুকেশন ফাউন্ডেশনের উদ্যোগে সাড়ে পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার কচুয়াই আলামিয়া সওদাগর বাড়িসংলগ্ন খেলার মাঠে ফাউন্ডেশনের উপদেষ্টা ও এপিক গ্রম্নপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস এম আবু সুফিয়ানের সভাপতিত্বে ও প্রধান উদ্যোক্তা যুবলীগ নেতা এস এম আহসানুল হক লাইজুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আবু জাফর চৌধুরী।