বাস চালকের বিরুদ্ধে ইবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

প্রকাশ | ০৪ মার্চ ২০২৪, ০০:০০

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ক্যাম্পাসের ভাড়ায় চালিত বাস ড্রাইভার ও হেলপারের বিরুদ্ধে। এ ঘটনায় প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও পরিবহণ প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানিয়েছে ভুক্তভোগী। ভুক্তভোগী সানি আহমেদ মিথুন বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। অভিযুক্ত রোকনুজ্জামান নিউ এসবি সুপার ডিলাক্স বাসের ড্রাইভার। ভুক্তভোগী সানি বলেন, 'বহিরাগত যাত্রীদের বাসে তুলতে নিষেধ করায় তারা আমাকে অশ্লীল ভাষায় গালাগালি এবং প্রাণনাশের হুমকি দেয়। আমি এর বিচার চাই।' এ বিষয়ে অভিযুক্ত ড্রাইভার রোকনুজ্জামান বলেন, 'আমি আমার পরিচিত একজনকে গাড়িতে তুলেছিলাম। এ সময় ওই ছেলে ভিডিও করে। তার পরিচয় জানার পর তার সঙ্গে কোনো ধরনের বাজে আচরণ করা হয়নি। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা।' পরিবহণ প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, 'এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর আমরা আলোচনা করেছি। অভিযুক্ত বাস ড্রাইভার ও হেলপারকে ক্যাম্পাসে বাস চালানো নিষিদ্ধ করা হয়েছে।'