কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের খেরুয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে অভিভাবক ও সচেতন নাগরিক সমাজ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক মশিউর রহমান ওই বিদ্যালয়ে ২০০৯ইং সালে যোগদানের পর থেকে বিভিন্ন কাজে দুর্নীতি করেছেন। বিদ্যালয়টি চরাঞ্চচলে হওয়ায় একমাত্র যোগাযোগ মাধ্যম স্যালো ইঞ্জিন চালিত নৌকা। প্রশাসনের তৎপরতা কিছুটা মন্তর গতি হওয়ায় মাসে ২ থেকে ৩ দিন তিনি বিদ্যালয়ে উপস্থিত থাকেন। এছাড়াও বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক বরাদ্দের টাকা কাজ না করে আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন, মহের আলী, ফারুক মিয়া, পলাশ মিয়া, জয়নাল আবেদন প্রমুখ।
এ ব্যাপারে প্রধান শিক্ষক মশিউর রহমান এর সঙ্গে কথা হলে তিনি জানান, 'আমার ব্যাপারে আনীত অভিযোগ সব মিথ্যা।'
উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম জানান, 'আমরা অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।'