সংবাদ প্রকাশের পর বাতিল হচ্ছে প্রাথমিকের শিক্ষক সংযুক্তি আদেশ

প্রকাশ | ০৪ মার্চ ২০২৪, ০০:০০

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
যায়যায়দিনসহ একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে শিক্ষক সংযুক্তি বাতিলের নির্দেশ দিয়েছে পার্বত্য জেলা পরিষদ এবং জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, খাগড়াছড়ি। গত ২৫ ফেব্রম্নয়ারি ২০২৪ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করেন, খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম মন্ডল। আদেশে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলাস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহে মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে শ্রেণি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের সবধরনের সংযুক্তি আদেশ বাতিল করা হলো। আদেশে আরও বলা হয়, সংযুক্তিকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা চলতি বছরে মধ্যে মূল কর্মস্থলে যোগদান করবেন। পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ও ৯টি উপজেলার ৮ম শ্রেণি চালুকৃত বিদ্যালয়ে সংযুক্তি আদেশে কর্মরত শিক্ষকরা আগামী ৭ মার্চ মধ্যে যোগদান করবেন। এবং সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তারা শিক্ষকদের যোগদানের তথ্যসহ প্রতিবেদন আগামী ১০ মার্চ ২০২৪ খ্রিঃ-এর মধ্যে আবশ্যিকভাবে অত্র দপ্তরে প্রেরণ করবেন। উলেস্নখ্য, জেলার প্রতিটা উপজেলা থেকেই দুর্গম এলাকার বিদ্যালয়গুলো থেকে শিক্ষকরা নিজেদের সুবিধার জন্য নানা অজুহাত দেখিয়ে এবং ওপর মহলে তদবিরের মাধ্যমে সুবিধাজনক বিদ্যালয়ে সংযুক্তি নেন। যেকারণে স্বাভাবিকভাবেই ব্যাহত হয় দুর্গম এলাকার বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম। পিছিয়ে পড়ে বিদ্যালয় এবং এলাকার শিক্ষার মান। শিশুরাও বঞ্চিত হয় মানসম্মত শিক্ষা থেকে। জানা যায়, জেলার দীঘিনালা উপজেলায় নিয়মনীতি তোয়াক্কা না করেই বছরের পর বছর সংযুক্তিতে কাটাচ্ছেন একাধিক শিক্ষক। সরকারি নিয়মে তিন মাস থেকে এক বছর পর্যন্ত সংযুক্তির নিয়ম থাকলেও মানছেন না কেউ। সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করেই একাধিক শিক্ষক নিজ কর্মস্থল থেকে সুবিধাজনক বিদ্যালয়ে এবং উপজেলা থেকে জেলা সদরে অবৈধভাবেই বছরের পর বছর সংযুক্তি কাটাচ্ছেন একাধিক শিক্ষক।