কাস্টমস্‌ হাউজ বাস্তবায়ন দাবিতে ভোমরা স্থলবন্দরে মানববন্ধন আজ

প্রকাশ | ০৪ মার্চ ২০২৪, ০০:০০

সাতক্ষীরা প্রতিনিধি
ভোমরা কাস্টমস্‌ হাউজ দ্রম্নত চালুর লক্ষ্যে আজ সোমবার কাস্টমস্‌ হাউজের সামনে মানববন্ধন কর্মসূচি দিয়েছে ভোমরা কাস্টমস্‌ হাউজ বাস্তবায়ন কমিটি। এর আগে শনিবার ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট রেজিস্ট্রেশনভূক্ত ৮ সংগঠনের নেতাদের নিয়ে এক যৌথ সভা করে ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশন। সেখানে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়। যৌথ সভায় সবার সম্মতিক্রমে ভোমরা কাস্টমস্‌ হাউজ দ্রম্নত চালুর লক্ষ্যে শেখ এজাজ আহমেদ স্বপনকে আহবায়ক ও সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খানকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্টি ভোমরা কাস্টমস্‌ হাউজ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কমিটি'র সর্বসম্মতিক্রমে সাতক্ষীরার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যসহ ৫ জন সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ভোমরা বন্দরে বসবাসকারী বীর মুক্তিযোদ্ধা, বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান এবং সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের বর্তমান ও সাবেক সভাপতি সাধারণ সম্পাদককে উপদেষ্টামন্ডলীতে সদস্য হিসেবে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।