চাঁদপুরের শাহরাস্তিতে স্মার্ট ফোন ব্যবহার করে নকল সরবরাহের দায়ে মাদ্রাসা শিক্ষকের দুই বছরের কারাদন্ড দিয়েছেন মোবাইল কোর্ট।
রোববার সাড়ে ১১টায় উপজেলার পৌর এলাকায় শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে দাখিল ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্ত শিক্ষক হলেন- রাজাপুরা আল আমিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ছায়েদুল ইসলাম (৫৩)।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত।
তিনি জানান, কেন্দ্রে অনিয়মের বিষয়টি আন্দাজ করতে পেরে শ্রেণিকক্ষ এবং শিক্ষার্থীদের দেহ তলস্নাশি করা হয়।
জিজ্ঞাসাবাদে রাজাপুরা আল আমিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ছায়েদুল ইসলাম পরীক্ষা কেন্দ্রের প্রিন্টারে ২৫ থেকে ৩০ কপি হাতে লিখা নকলের প্রিন্ট বের করেন। পরে তার মোবাইল ফোন তলস্নাশি করে হোয়াটসঅ্যাপের মধ্যে শ্রেণিকক্ষের বাইরে উদ্ধারকৃত হাতে লেখা নকলের হুবহু ছবি পাওয়া যায়।
দোষ স্বীকার করায় অধ্যক্ষ ছায়েদুল ইসলামকে দুই বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।