পীরগঞ্জে বন্ধ হলো অবৈধ দুই ডায়াগনস্টিক সেন্টার
ওজনে কম দেওয়ায় ধুনটে ৪ ব্যবসায়ীর জরিমানা
প্রকাশ | ০৪ মার্চ ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈধ কাগজপত্র না থাকায় দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। এদিকে বগুড়ার ধুনটে ওজনে কম দেওয়ায় চার মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈধ কাগজপত্র না থাকায় অ্যাপোলো ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ইউনিট-২ ও হিমালয় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম। রোববার দুপুরে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেন তিনি। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল জব্বার, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান সোহান, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী নিবন্ধন বিহীন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালানো হয়েছে। ওই দুটি প্রতিষ্ঠানে বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে চিকিৎসা সেবা থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং ডায়াগনিস্টক সেন্টার দুটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।
ধুনট (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার ধুনটে ওজনে কম দেওয়ায় চারজন মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শনিবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে এই অর্থদন্ডাদেশ প্রদান করেন।
জরিমানাপ্রাপ্ত মাছ ব্যবসায়ীরা হলেন- ধুনট হাটের মাছের আড়তদার শ্রী প্রকাশ, শ্রী বিকাশ, শুকলাল ও রবিন। তারা প্রত্যেকে সনাতন পদ্ধতিতে ওজনের ক্ষেত্রে প্রতি মণে প্রায় ৩ কেজি কারচুপি করে স্বীকার করেছে।
এবিষয়ে ইউএনও আশিক খান বলেন, 'ধুনট বাজারে মৎস্য আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার আড়তদারকে জরিমানা করা হয়েছে। ডিজিটাল স্কেল ব্যবহার না করে ওজন কারচুপির অপরাধে তাদের কাছ থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।'