শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

পাবনায় ট্রাকচাপায় প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার, আহত ৪

চার জেলায় সড়কে আরও ৪ জনের মৃতু্য
স্বদেশ ডেস্ক
  ০৪ মার্চ ২০২৪, ০০:০০
পাবনায় ট্রাকচাপায় প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার, আহত ৪

পাবনার সাঁথিয়ায় ট্রাক চাপায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এদিকে ঈশ্বরদীতে ভডভডির চাপায় এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃতু্য হয়েছে। এছাড়াও নড়াইলের কালিয়া, ঢাকার দোহার ও রাঙামাটির কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় আরও তিনজনের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

পাবনা প্রতিনিধি জানান, পাবনার সাঁথিয়ায় ট্রাক চাপায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়। রোববার উপজেলার বড় পাথাইলহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মুক্তিযোদ্ধা আকসেদ মন্ডল (৮৫) সাঁথিয়া উপজেলার বড় পাথাইলহাট গ্রামের মৃত নশের আলীর ছেলে। আহতরা হলেন একই গ্রামের জহুরুল ইসলাম (৩৫), শাহিদা খাতুন (৩৭), নুর ইসলাম মন্ডল (৬০) ও রতন মোলস্না (৩০)। তাদের ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে।

সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, 'নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, ঈশ্বরদীতে ভডভডির চাপায় জিহাদ শেখ (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃতু্য হয়েছে। শনিবার উপজেলার বাবুলচাড়া সেন্টারপাড়া এলাকায় দুর্ঘটনার ঘটনাটি ঘটে। নিহত জিহাদ বাবুলচাড়া সেন্টারপাড়া এলাকার জিয়া শেখের ছেলে।

ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ইঞ্জিন চালিত স্টিয়ারিং ভডভডিটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

কালিয়া (নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের কালিয়ায় ঘাতক ট্রলি দুর্ঘটনায় আকাশ শিকদার (১৫) নামে এক কিশোর হেলপারের মৃতু্য হয়েছে। রোববার উপজেলার নড়াগাতী থানার চাপাইল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ শিকদার থানার চরমধুপুর গ্রামের আমিনুর শিকদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নড়াগাতী থানার ওসি (তদন্ত) বোরহান উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দোহার (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার দোহারে ক্রাউন্ট সিমেন্টের ট্রাক চাপায় আক্কেল আলী (৪২) নামে একজন সাইকেল চালক নিহত হয়েছেন। রোববার উপজেলার সুতারপাড়া হলের বাজার বেপারী বাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আক্কেল আলী উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ঘারমুড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে।

এ বিষয়ে দোহার থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি আটক করে। তবে ট্রাক চালক পালিয়ে যায়। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির কাপ্তাইয়ে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ওমর সালেহীন (২৪) নামে এক শিক্ষার্থীর মৃতু্য হয়েছে। রোববার উপজেলার ওয়াগ্‌গা ইউনিয়নের বরইছড়ি-ঘাগড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় সিএনজি যাত্রী শামীম ও মুকুল চন্দ্র তনচংগ্যা নামে দুই জন আহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর রাঙামাটি সরকারি কলেজে গণিত বিষয়ে চতুর্থ বর্ষে অধ্যয়নরত ছিলেন। তিনি ফেনির সোনাগাজীর লালপুরের আবু তাহেরের ছেলে।

কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, ঘাতক চালক ট্রাকটি নিয়ে পলাতক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে