হাটহাজারীতে হাইটেক পার্কের প্রস্তাবিত স্থান পরিদর্শনে পলক

প্রকাশ | ০৩ মার্চ ২০২৪, ০০:০০

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারীতে আইটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষে হাইটেক পার্কের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শুক্রবার রাত ৮টার দিকে পৌরসভার ফটিকা কড়িয়ার দীঘিরপাড় সংলগ্ন এলাকায় শেখ কামাল আইটি প্রশিক্ষণ ও ইনকিউবেশন সেন্টারের প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি বলেন, হাইটেক পার্ক চালু হলে হাটহাজারীতে দক্ষ জনশক্তি সৃষ্টি হবে। এ সময় স্থানীয় সংসদ সদস্য ও সংসদের বিরোধীদলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, বিটিসিএল-এর ডিজিএম অহিদুল ইসলাম, পৌর প্রশাসক মো. মঞ্জুরুল আলম, জেলা আওয়ামী লীগ নেতা ইউনুছ গনি চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।