কমিটির সভা
ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শনিবার আধুনিক সদর হাসপাতালের ইপিআই ভবনে অনুষ্ঠিত হয়েছে। আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নেত্রকোনা-২, সদর-বারহাট্রা আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক প্রমুখ।
\হ
পুরস্কার বিতরণ
ম মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৩৫তম বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি মোনায়েম হোসেন খান ঠাকুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউ এন ও হাফিজা জেসমিন, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল চন্দ্র পাল, স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক কাজী রফিকুর রহমান প্রমুখ।
গণসংযোগ
ম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ রফিক উদ্দিন ঠাকুর প্রার্থী হিসেবে এলাকায় ভোট চাওয়ার এবং দোয়া প্রার্থনা করে তিনি এলাকার ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে গণসংযোগ শুরু করেছেন। তিনি উপজেলার সরাইল বাজার, কালিকচ্ছ বাজার ও শাহবাজপুর বাজারসহ বিভিন্ন হাট-বাজারে জনসাধারণের সঙ্গে গণসংযোগ ও শুভেচ্ছা, কুশল বিনিময় করে দোয়া প্রার্থনা করছেন। আলহাজ রফিক উদ্দিন ঠাকুর বলেন, আমি উপজেলার নয়টি (৯) ইউনিয়নের চেয়ারম্যানদের নিয়ে ব্যাপক উন্নয়ন করেছি। আমার অসমাপ্ত কাজগুলো করার জন্য নির্বাচনে আবার অংশ নিচ্ছি।
স্কুল ড্রেস বিতরণ
ম গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে সামর্থ্যবান শিক্ষা অনুরাগীদের অর্থায়নে ও বিদ্যালয় পরিচালনা পরিষদের উদ্যোগে যুবসমাজ কর্তৃক পরিচালিত গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে ও সদস্য সাইদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য মো. ইমরান হোসেন সুমন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন।
গণসংযোগ ও পথসভা
ম নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের নিকলী উপজেলার ৭টি ইউনিয়নে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও নির্বাচনের আরও দুই মাস বাকি রয়েছে। তথাপি সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা কেউ বসে নেই। তারা প্রতি পাড়া, মহলস্না, ইউনিয়নে গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। এর মধ্যে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল কুদ্দুছ ভূঞা জনি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আসাদুল হক লিটন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি আলহাজ মো. ইকবাল হোসেন ও শিল্পপতি মো. মোকারম সরদার।
রিভলবার উদ্ধার
ম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় তিন রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার রাত পৌনে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা মঞ্জুর পিপিএম নীলফামারী সার্কেল, জলঢাকা থানা অফিসার ইনচার্জ মো. মুক্তারুল আলম, ওসি (তদন্ত) মো. আব্দুর রহিম, মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের মোহাম্মদ মমিন খান পিপিএম ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের নগর মীরগঞ্জ আদর্শপাড়া এলাকায় ফয়জুল ইসলাম কেরু'র ইউক্লিটার্স বাগানের পশ্চিম পাশে একটি ড্রেনে সাদা পলিথিনে পরিত্যক্ত অবস্থায় থাকা তিন রাউন্ড গুলিসহ পুরাতন সচল এ রিভলবারটি জব্দ করেন।
ক্রীড়া প্রতিযোগিতা
ম কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সাজাইল উচ্চ বিদ্যালয়ের ৯৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার মু. রাশেদুজ্জামান। শনিবার বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ শাহিনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন- কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মো. জিলস্নুর রহমান, সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম, সাবেক চেয়ারম্যান ফরিদুল ইসলাম ফরিদ, সাবেক প্রধান শিক্ষক ইলিয়াছ আক্তার সাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী মুন্সি ও সাধারণ সম্পাদক বিপস্নব হোসেন।
বীমা দিবস
ম মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো জাতীয় বীমা দিবস। শুক্রবার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শামীম হোসেনের নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমি হতে একটি বর্ণাঢ্যর্ যালি বাদ্যের তালে তালে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, রনি খাতুন, আবীর হোসেন।
পুরস্কার বিতরণ
ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারার পৌর শহরের নওদাপাড়াস্থ ঐতিহ্যবাহী স্কলার ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২৪ শনিবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। স্কুলের পরিচালক মো. এনামুল হকের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ উম্মে রুমার সঞ্চালনায় অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা আদর্শ কলেজের জ্যেষ্ঠ প্রভাষক আসাদুজ্জামান আসাদ, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা লেবু।
সৌজন্য সাক্ষাৎ
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল পীরগঞ্জের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। শুক্রবার সন্ধ্যায় পীরগঞ্জ প্রেস ক্লাব হলরুমে তিনি সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমির দত্ত, উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোলস্না, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, অর্থ সম্পাদক দেলওয়ার হোসেন দুলাল সরকার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল বাবু উপস্থিত ছিলেন।
বেল্ট প্রদান
ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট ও বেল্ট প্রদান অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা প্রতিষ্ঠানের গাছবাড়িয়া শাখার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সংগঠনের পরিচালক মন্জুর মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের বিভাগীয় প্রধান তপন রুদ্র। প্রধান বক্তা ছিলেন, সংগঠনের বিভাগীয় সহকারী প্রশিক্ষক নিপু সূত্রধর। এ সময় সংগঠনের মার্শাল আর্টের শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের সংবর্ধনা
ম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলার রাজানগর সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ আলহাজ মহিউদ্দিন আহমেদ। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জে আই চৌধুরী লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম (মনু)। সহকারী প্রধান শিক্ষক মো. কবির উদ্দিন ও সহকারী শিক্ষক পাপিয়া ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান।
সংবর্ধনা
ম সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সখীপুর-বাসাইলের এমপি অনুষ্ঠানের প্রধান অতিথি অনুপম শাহজাহান জয়কে শুক্রবার রাতে সংবর্ধনা দেওয়া হয়েছে। 'আজহার ফাউন্ডেশন'র উদ্যোগে ছুটি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক অ্যাড. আলমগীর ফেরদৌস তার নিজ বাড়িতে এ সংবর্ধনার আয়োজন করেন। এ সময় এমপির সহধর্মিণী তামান্না মহসিন মৌ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শওকত শিকদার, অধ্যক্ষ সাঈদ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন মুকুল, সখীপুর থানার সাবেক ওসি আমীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিকুর রহমান বুলবুল উপস্থিত ছিলেন।
\হপ্রস্তুতি সভা
ম মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রেস ক্লাব মোলস্নাহাটের মাসিক সমন্বয় সভা মার্চ ২০২৪ ও মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার প্রেস ক্লাব সভাকক্ষে প্রেস ক্লাব মোলস্নাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মো. জিননুরাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব মোলস্নাহাটের সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, সহ-সভাপতি শেখ সোহেল রানা ও মো. মনিরুজ্জামান মোলস্না, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, প্রচার সম্পাদক এস এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ ইমলাক শেখ, দপ্তর ও পাঠাগার সম্পাদক মনিরুজ্জামান সিকদার।
মতবিনিময় সভা
ম স্টাফ রিপোর্টার, নোয়াখালী
উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা করেছেন নোয়াখালীর চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। বৃহস্পতিবার উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে জনতা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জাহাঙ্গীর কবির বলেন, গত ২২টি বছর আমি আপনাদের সঙ্গে কাটিয়েছি। সুখে দুঃখে অতীতে যেভাবে ছিলাম, আগামীতেও আপনাদের পাশে থাকতে চাই। মোহাম্মদপুর আমার জন্মভূমি, আমি আমার জন্মভূমি থেকেই আজকে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। মোহাম্মদপুর ইউনিয়ন (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক স্বপন ও সাধারণ সম্পাদক সামছুল হুদা সোহাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
মা সমাবেশ
ম গাজীপুর সদর প্রতিনিধি
গাজীপুরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন নয়াপাড়া মুক্তিযোদ্ধা মোড়ে ইউনিয়ন আওয়ামি লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি এমপি। জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন দুলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন- গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, ইউএনও ফয়সাল হক, ভাওয়ালগড় ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার, ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার ও সাহিদা আক্তার।
সভা অনুষ্ঠিত
ম দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা উপজেলার বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি দাগনভূঞা উপজেলা শাখার আয়োজনে এক দিনের চিকিৎসা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জমজম রেস্টুরেন্টে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার উত্তম কুমার শীলের সভাপতিত্বে ও গ্রাম ডাক্তার জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- চার নম্বর রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি গ্রাম ডাক্তার আবু বকর সিদ্দিক।
কুইজ প্রতিযোগিতা
ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা শহিদ হাফিজার মিলনায়তনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তাসনিমুজ্জামান, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি. শিবগঞ্জ মডেল ইনচার্জ খলিলুর রহমান, পিরব জোন অফিস ইনচার্জ জহুরুল আমিন, সন্ধানী লাইফ ইন্সুরেন্স শিবগঞ্জ ইনচার্জ জহুরুল ইসলাম জুয়েল।