স্বাধীনতার পর থেকে রাজশাহী-৫ আসনে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের দলীয় নেতারা এই আসনে নেতৃত্ব দিলেও মন্ত্রিসভার সদস্য হতে পারেননি কখনো। তবে সেই ইতিহাস পাল্টে এই প্রথম কোনো মন্ত্রী পেলেন পুঠিয়া-দুর্গাপুরবাসী।
রাজশাহী-৫ আসন থেকে তৃতীয়বার নির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করার পর দুর্গাপুরে মিষ্টি বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করে আনন্দ উলস্নাসে মেতে উঠেন। স্বাধীনতার পর এই প্রথম এই আসন থেকে মন্ত্রিসভার সদস্য হলেন কোনো রাজনীতিবিদ।
এর আগে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেয়ে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ওয়ালে একটি পোস্ট করেছিলেন আব্দুল ওয়াদুদ।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথগ্রহণ অনুষ্ঠান শেষে মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পলস্নী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মনোনীত করা হয় রাজশাহী-৫ আসনের সাংসদ ওয়াদুদ দারাকে।