বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

রংপুরে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ কর্মসূচি

রংপুর প্রতিনিধি
  ০৩ মার্চ ২০২৪, ০০:০০
রংপুরে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ কর্মসূচি

ঢাকায় গণতন্ত্র মঞ্চের মিছিলে পুলিশি হামলা এবং গ্যাস-বিদু্যতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার গণতন্ত্র মঞ্চের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

গণতন্ত্র মঞ্চ রংপুর জেলার সমন্বয়ক ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রায়হান কবীরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেএসডি জেলা সভাপতি আমিন উদ্দিন বিএসসি।

এতে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের জেলা আহ্বায়ক শাহ মোহাম্মদ রহমতুলস্নাহ, জেএসডি'র মহানগর শাখার সাধারণ সম্পাদক এবিএম মশিউর রহমান, সার্জেন্ট রফিকুল ইসলাম, গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক তৌহিদুর রহমান, মুফাখখারুল মুন, প্রত্যয়ী মিজান, ছাত্র ফেডারেশন জেলা আহ্বায়ক একে কাজল রায় অন্তু আল তানজিল, রাষ্ট্র সংস্কার আন্দোলন জেলা সমন্বয়ক চিনু কবির, দপ্তর সমন্বয়ক, কনক রহমান, মাসুদ রানা প্রমুখ।

সমাবেশে নেতারা অচিরেই নতুন গণআন্দোলনের মা্যধমে সরকার উৎখাতের আহ্বান জানান। নেতারা বেইলি রোডে অগ্নিকান্ডের ঘটনার সঙ্গে জড়িত দায়ী সবাইকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে