বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

ব্যতিক্রমী আয়োজনে শাবিপ্রবিতে পতাকা দিবস উদযাপন

শাবিপ্রবি প্রতিনিধি
  ০৩ মার্চ ২০২৪, ০০:০০
ব্যতিক্রমী আয়োজনে শাবিপ্রবিতে পতাকা দিবস উদযাপন

দেয়ালের সঙ্গে ঝুলছে সাদা কাপড়। এর ওপড়ে হাতের ছাপ বসানো হচ্ছে। কেউ লাল রঙে আবার কেউ সবুজ রং দিয়ে ছাপ বসাতে ব্যস্ত। লাল রং দিয়ে বৃত্তাকার তৈরি হলো, সবুজ দিয়ে আয়তকার। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাতের ছাপে লাল-সবুজের মিশেলে তৈরি হলো জাতীয় পতাকা। জাতীয় পতাকা দিবস উপলক্ষে এমন ব্যতিক্রমী উদ্যোগ নেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের শিক্ষার্থীরা। নিজেদের অর্থায়নে কাপড় ও রং কিনেন তারা।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন শিক্ষার্থীদের এ কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রশংসা করেন। তিনি বলেন, 'এমন ব্যতিক্রমী উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখবে। একইসঙ্গে আমাদের জাতীয় পতাকার যাতে কোনোভাবেই অবমাননা না হয় সেদিকে খেয়াল রাখবে। এ পতাকার সঙ্গে আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস জড়িয়ে আছে।'

আয়োজক দলের সদস্য শিমুল ও নাবিল জানান, 'অনেক দিন ধরেই তাদের পরিকল্পনা ছিল ২ মার্চ জাতীয় পতাকা দিবস উপলক্ষে কিছু একটা করার। সহপাঠীরা মিলে অবশেষে এ দিনেই আয়োজন করতে পারায় আনন্দিত লাগছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে