বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১

ষষ্ঠ জাতীয় ভোটার দিবস পালন

স্বদেশ ডেস্ক
  ০৩ মার্চ ২০২৪, ০০:০০
শেরপুরে জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনর্ যালি বের করা হয় -যাযাদি

নানা আয়োজনে শনিবার 'জাতীয় ভোটার দিবস' পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় 'সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব।' দিবসটি উপলক্ষের্ যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ষষ্ঠ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। একইসঙ্গে নতুন ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ করা হয়।

আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও জেলা-উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

স্টাফ রিপোর্টার, মাদারীপুর জানান, মাদারীপুর জেলা সরকারি সমন্বিত অফিস ভবন কার্যালয় থেকে দিবস উপলক্ষের্ যালি বের হয়েছে। পরে সমন্বিত কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা আহম্মেদ আলী, এনডিসি রিজভী আহমেদ সবুজ, সহকারী পুলিশ সুপার শেখ মো. মুরসালিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা নান্নী খান।

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিতর্ যালি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামান। জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক প্রমুখ।

গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে অনুষ্ঠিতর্ যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ হাসান সিদ্দিকী। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুলস্নাহ আল মামুন, সদর উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম, এনডিসি জুয়েল মিয়া, গাইবান্ধা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, সাদুল্যাপুর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মাহাবুবুল আলম বসুনিয়া প্রমুখ।

সভায় জেলা নির্বাচন অফিসার বলেন, ভোটাররা স্মার্ট কার্ডের মাধ্যমে ৩০টি সেবা পাচ্ছেন। ২০২৪ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত গাইবান্ধার ৭ উপজেলা ও ৪ পৌরসভায় ২০ লাখ ৮৬ হাজার ভোটার তালিকা করা হয়েছে।

শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ। জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হকের সভাপতিত্বে ও জেলা সহকারী নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর ইউএনও মিজাবে রহমত, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন সুরুজ, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া, পুলিশ পরিদর্শক (প্রশাসন ও ক্রাইম) আব্দুল ওয়াহিদ, প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল প্রমুখ। পরে ১৮ জন নতুন ভোটারের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়।

মেহেরপুর প্রতিনিধি জানান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেনের নেতৃত্বে জেলা শিল্পকলা একাডেমি হতে বর্ণাঢ্যর্ যালি বের হয়। এ সময় জেলা নির্বাচন অফিসার মো. ওয়ালিউলস্নাহ, সদর উপজেলা নির্বাচন অফিসার দোলন চক্রবর্তিসহ নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএ খালেক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, কেরানীগঞ্জে উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা শেষে সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কেরানীগঞ্জ নির্বাচন কমিশন কর্মকর্তা আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও আবু রিয়াদ। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদউলস্নাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনসুর আহমেদ, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা তাইবুর রহমান ও সহকারী প্রকৌশলী আসিফ উলস্নাহ প্রমুখ।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরে ইউএনও'র সম্মেলন কক্ষে আয়োজিত সভায় ইউএনও কাউছার আহাম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান, সহকারী পলস্নী উন্নয়ন অফিসার ফয়েজ উদ্দন, কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা সাব্বির রহমানসহ অন্যরা।

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে ইউএনও আজিজুর রহমানের সভাপতিত্বে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইউসুফ হাবীব, ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার শরীফ আল রায়হান, প্রকৌশলী বেলাল হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মিয়া, কলেজ শিক্ষক মাহমুদুল হাসান, শিক্ষার্থী তাহসান খন্দকার তাওহিদ, প্রবাসী সাদন আহমেদ প্রমুখ। পরে স্থানীয়দের স্মার্ট কার্ড বিতরণ করেন ইউএনও আজিজুর রহমান।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্যর্ যালি বের হয়েছে। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজমল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল কুদ্দুস সরকার।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলেমুল বাশার, ওসি শাহা আলম, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ায়ম্যান ডা. শাহাজাদা সরকার প্রমুখ।

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর চাটখিলে উপজেলা নির্বাচন অফিসার কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন চাটখিল সরকারি কলেজের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, উপজেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহকারী মমিনুল ইসলাম, জাকির হোসেন, হেদায়েত উল্যা, শামিম হোসেন, আরিফুর রহমান, আসাদুজ্জামানসহ চাটখিল সরকারি কলেজ শাখার রেডক্রিসেন্টের ১০ সদস্য ও স্কাউটের ১০ সদস্যের একটি টিম।

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জে বাজিতপুরের্ যালিতে নেতৃত্ব দেন ইউএনও শামীম হোসাইন ও উপজেলা নির্বাচন অফিসার আহাম্মদ আলী।র্ যালি শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার আহাম্মদ আলী, ভেটেনারি সার্জন ডা. মো. উজ্জল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির।

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার বারহাট্টায় উপজেলা পরিষদের হলরুমে ইউএনও ফারজানা আক্তার ববির সভাপতিত্বে ও নির্বাচন অফিসার সঞ্জিত কুমার সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম। বক্তব্য রাখেন বারহাট্টা সি কে পি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক সৈয়দ আব্দুর রউফ, অখিল চন্দ্র পাল, সাংবাদিক লতিবুর রহমান খান প্রমুখ।

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি জানান, রংপুরের গঙ্গাচড়ায়র্ যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও নাহিদ তামান্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার ওবায়দুলস্নাহ এবং সোলায়মান, এমপি প্রতিনিধি আব্দুল মতিন অভি, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান, দিবস উপলক্ষে নির্বাচন কার্যালয় চত্বরে এক বর্ণাঢ্যর্ যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার শফিকুল রহমান আকন্দের সার্বিক পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারী কমিশনার (ভূমি) মো. তাসনিমুজ্জামান, ওসি আব্দুর রউফ, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বেলাল। ভোটার দিবস উপলক্ষে নতুন ভোটাদের স্মার্ট কার্ড বিতরণ, নতুন ভোটাদের ছবি উত্তোলন ও ভোটার সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করা হয়।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়া সরাইলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতান, সরাইল থানার ওসি এমরানুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা আশরাফ উদ্দিন, সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সাংবাদিক রিমন খান, মাহবুবুর খন্দকার, এনজিও কর্মকর্তা মুমিন হোসেন প্রমুখ।

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের তারাকান্দায়র্ যালি শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাচন অফিসার রুম্পা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ফজলুল হক। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও ফাহমিদা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ চক্রবর্তী রণ ঠাকুর, সহকারী উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান, ডাটা এন্ট্রি অপারেটর সুব্রত কুমার চন্দ প্রমুখ।

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাজস্থলীতে ইউএনও এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা। বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা মাহবুব এলাহী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল খায়ের, সাংবাদিক আজগর আলী খান, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং, ঘিলাছড়ি ইউপি রবার্ট ত্রিপুরা প্রমুখ।

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের ভৈরবে আলোচনা সভায় উপজেলা নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও একেএম গোলাম মোর্শেদ খান। বিশেষ অতিথি ছিলেন রফিকুল ইসলাম মহিলা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যজিৎ দাস ধ্রম্নব, এনআরবিসি ব্যাংক কর্মকর্তা ইসতিয়াক সেজান প্রমুখ। এ ছাড়াও সভায় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নির্বাচন অফিসের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কার্মচারীরা উপস্থিত ছিলেন।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটের্ যালিতে অংশ নেন ইউএনও রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার শাহীনুর আলম, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির ম্যানেজার রোলেন্ড গমেজ, শিক্ষক মনোরঞ্জন মহন্ত, জামিরুল ইসলাম প্রমুখ।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, 'একজন নাগরিকের ভোটার হওয়া আবশ্যক। আঠারো বছর বয়স পূর্ণ হলেই প্রত্যেক নাগরিককে ভোটার হতে হবে। নির্বাচন কমিশন রাষ্ট্রের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।'

শনিবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

উপজেলা পরিষদ সভাকক্ষে এ সময় আরও বক্তব্য রাখেন নির্বাচন কর্মকর্তা নূর-ই-আলম, বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী।

উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, সহকারী নির্বাচন কর্মকর্তা আনাম আহমেদ, সহকারী শিক্ষা কর্মকর্তা বেলাল উদ্দিন, নির্বাচন অফিসের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা।

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের ইসলামপুরে ইউএনও সিরাজুল ইসলামের সভাপতিত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা নির্বাচন কর্মকর্তা জামান হোসেন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল আবু নাসের চৌধুরী চার্লেস। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, ইসলামপুর প্রেস ক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটন প্রমুখ।

লামা (বান্দরবান) প্রতিনিধি জানান, বান্দরবানের লামায় সহকারী কমিশনার (ভূমি) এসএম রাহাতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। এতে মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, তথ্য ও প্রযুক্তি বিভাগের সহকারী প্রোগ্রামার সুব্রত দাশ ও পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও আরিফ আদনান। নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম, নিতপুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক (অব.)সহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আলোচনা সভায় ইউএনও আফছানা কাওছারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলেয়া পারভীন। উপজেলা নির্বাচন অফিসার দলিল উদ্দীন ও সহকারী নির্বাচন কর্মকর্তা মাসুদ রানার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহারা বানু, সেটেলমেন্ট কর্মকর্তা আসাদুজ্জামান, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোলাইমান আলীসহ সাংবাদিক, সুধীজন ও এলাকার ভোটাররা উপস্থিত ছিলেন।

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের বাসাইলে সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী ওলিদ ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান ও উপজেলা সহকারী নির্বাচন অফিসার সবুজ শেখ।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর ধামইরহাটে ইউএনও আসমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, নির্বাচন অফিসার আনিছার রহমান, সভার সঞ্চালক ও যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, পলস্নী অফিসার রামানন্দ সরকার, তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপক রবিউল ইসলাম, গ্রাম আদালতের কো-অর্ডিনেটর ধীমান দেবনাথ, সাংবাদিক এম এ মালেক, আবু মুছা স্বপন, আমজাদ হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে