সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
প্রতিনিধি
মানববন্ধন
\হঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে গৃহবধূ মঞ্জুরী অধিকারীর মৃতু্যর সঠিক তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে মৃত গৃহবধূর স্বজন ও এলাকাবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে মঞ্জুরীর পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা অংশ নেন। সে সময় বক্তব্য রাখেন মঞ্জুরীর স্বজন শ্বাশতী অধিকারী, সাদ্দাম, সুনিল, আজিজুল রহমান, সাথী, বিথী, রোকেয়াসহ অন্যরা। উলেস্নখ্য, চলতি বছরের ১৮ ফেব্রম্নয়ারি ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর মধ্যপাড়ার একটি ভাড়া বাসা থেকে মঞ্জুরী রানীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
চেক বিতরণ
\হইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলায় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা সম্মেলন কক্ষে দুস্থ রোগীদের হাতে চেক তুলে দেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. এএএম আবু তাহের, উপজেলা কৃষি কর্মকর্তা এ এল এম রেজুয়ান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস।
মাসিক সভা
ম কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক কমিটির সভায় অংশ নেন উপজেলা সহকারী (ভূমি) কমিশনার জর্জ মিত্র চাকমা, থানার (ওসি) গোলাম কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসলিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ তাহের।
ইউপি পরিদর্শন
ম নকলা (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নকলার উরফা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন। মঙ্গলবার দুপুরে তিনি ওই ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সব সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে জন্ম মৃতু্য নিবন্ধন, সর্বজনীন পেনশন স্কিম ও বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করেন। এ সময় উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভুট্টো, সব সদস্যসহ গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মসূচি
ম গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়ায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 'উন্নত প্রযুক্তিনির্ভর পাঠ ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ' শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষিদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে এবং উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের রংপুর অঞ্চলের সহকারী পরিচালক সোলায়মান আলী, বি জে আর আই রংপুরের প্রধান বৈজ্ঞানিক শাহাদাত হোসেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মারুফা খাতুন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব বিশ্বাস প্রমুখ।
সভা অনুষ্ঠিত
ম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেজ বাউল আলম ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন সরাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান। বক্তব্য রাখেন সরাইল উপজেলার প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ তফসির আহমেদ তফসির, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনসুর আহমেদ ও সরাইল মহিলা কলেজে প্রতিনিধি মাহবুব খান প্রমুখ।
বাছুর বিতরণ
ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
কচুয়ায় ২০২৩-২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বুধবার কচুয়া উপজেলা পরিষদ চত্বরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কচুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস এর সঞ্চালনায় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফিরোজ আহমেদ, থানা অফিসার ইনচার্জ মো. মহাসিন হোসেন।
পদক প্রতিযোগিতা
ম বরিশাল অফিস
বরিশালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মো. আকতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুম্পা সিকদার। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিযোগিতার শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা বক্তব্য প্রদান করেন।
ছাগল প্রদান
ম পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে হতদরিদ্র মহিলাদের ছাগল পালনের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় ২৪ জন নারীর মধ্যে দুটি করে ছাগল বিনামূল্যে প্রদান করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-বিএনএফ'র অনুদানের অর্থে ওই প্রকল্পটি বাস্তবায়ন করে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশন। বুধবার ফেডারেশন কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবার উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়। চাকলাহাট ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান সহিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড়ের কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার শফিকুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান দবিরুল ইসলাম, চাকলাহাট ইউনিয়নের ইউপি সদস্য আমিনার রহমান, ফেডারেশনের ভাইস চেয়ারম্যান লিলি বেগম, উপকারভোগীদের মধ্যে সালেহা খাতুন প্রমুখ।
মতবিনিময় সভা
ম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে পবিত্র মাহে রমজানে নিত্যপণ্য মূল্য নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ঝিনাইদহ জেলা শাখা। অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। এ ছাড়া বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মহিদুর রহমান, সরকারি কেসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের, চেম্বারের সহ-সভাপতি হাফিজুর রহমান, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, বেকারি মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান, ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল করিম সোম, ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক জাফর ইকবাল, কাঁচামাল ব্যবসায়ী মোকাদ্দেস হোসেন, স্ট্রিট ফুড ব্যবসায়ী নুর মোহাম্মদ প্রমুখ।
অর্থ সহায়তা
ম নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবর উদ্যোগে বেকার শিক্ষার্থীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ, সনদ বিতরণ ও গরিব, অসহায় দুস্থদের মধ্যে আর্থিক অনুদান, মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ-সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি ব্যাটালিয়ন সদরে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ ও অনুদান তুলে দেন কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম। এ সময় মধ্যে ছিলেন ১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লে. কর্নেল মো. সাহল আহমেদ নোবেল এসি, অপস অফিসার মেজর রাফি-উস-হাসান, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সুবেদার মেজর, সহ- বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কম্পিউটার প্রশিক্ষণ
ম পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
উন্নত ও স্মার্ট পাটগ্রাম গড়ার লক্ষ্যে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনগোষ্ঠী তৈরির জন্য উপজেলা পরিষদের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন কোর্স ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, মো. রুহুল আমীন বাবুল। বুধবার বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার হোসেন অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন লিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
সভা অনুষ্ঠিত
ম নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
বাংলাদেশ কৃষি ব্যাংকের আয়োজনে ঢাকার নবাবগঞ্জে 'ব্যাংকার-কাস্টমার সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার বাগমারা কোর্ট বিল্ডিং মাঠে কৃষি ব্যাংকের ঢাকা অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান, উপব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল। সম্মানিত অতিথি ছিলেন ব্যাংকের ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান, নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান।