রামগতিতে ছাত্রীদের উত্ত্যক্ত করায় ৮ শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগতি উপজেলার চর রমিজ বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করা ও মাদকগ্রহণসহ বিভিন্ন অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিনা আক্তার শিক্ষার্থীদের বহিষ্কার করেন। তারা সবাই ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। বহিষ্কৃত শিক্ষার্থীরা হচ্ছে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সিয়াম, রাহেদুল ইসলাম রুহান, আল মামুন সাগর, অনিক আকবর, সৈকত আল মাহি, মো. তারেক, মো. সুমন ও ইমরান মাহমুদ মিঠু। প্রধান শিক্ষক তুহিনা আক্তার জানান, 'যাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে তাদের বিরুদ্ধে বিদ্যালয়ের ক্লাস রুম ও বারান্দায় দেয়ালে ছাত্রছাত্রীদের নিয়ে নানা উক্তি লেখা এবং বিদ্যালয়ের আঙিনায় মাদক সেবনের অভিযোগ থাকায় তাদের সাময়িক বহিষ্কারাদেশ দেওয়া হয়, যাতে তারা সংশোধনের সুযোগ পায়।' উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বলেন, 'বিদ্যালয়ের কাজ হলো শিক্ষার্থীদের মানুষ করে গড়ে তোলা, মাথায় পচন ধরলে গলা কেটে দিলে চলবে না বিষয়টি মাধ্যমিক শিক্ষা অফিসারকে দেখে ব্যবস্থা নেওয়ার বলা হয়েছে।'