অন্যায়ের প্রতিবাদ করায় হামলার শিকার ইউপি সদস্য

প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ও সাধারণ মানুষের গভীর রাতে ঘুমের বিঘ্ন ঘটছে ইঞ্জিনচালিত যানবাহনে মাটি বহনের কারণে। গভীর রাতে গাড়ি চলাচল নিষেধ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মতিউর রহমান। হামলার অভিযোগ উঠেছে কয়েকজন মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে। আহত ইউপি সদস্যকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করেছেন। আহত ইউপি সদস্য মতিউর রহমান জানান, 'উচ্চ আদালতের নিষেধ অমান্য করে তিন ফসলি কৃষি জমিতে পুকুর খনন করে। রাত প্রায় ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত ইঞ্জিনচালিত মাটি বহনকারী গাড়ি উচ্চ শব্দে চলাচল করে। এ কারণে গ্রামের মানুষ ঘুমাতে পারে না এমনকি পরীক্ষার্থীরা পড়াশোনাতেও মনোযোগ দিতে পারে না। তাই একজন গ্রাম পুলিশ ও সহকর্মী আরও এক ইউপি সদস্যকে নিয়ে রাস্তায় গিয়ে গাড়ি চলাচল করতে নিষেধ করেন তিনি। অন্যায়ের প্রতিবাদ করার কারণে তার ওপর এই হামলা চালানো হয়।' গুরুদাসপুর থানার ওসি উজ্জ্বল হোসেন জানান, অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।