নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ বীরত্বপূর্ণ কাজ, সেবা ও সাহসিকতার জন্য সম্মানজনক রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-বীরত্ব) পেয়েছেন।
মঙ্গলবার পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার ও পদক প্রদান করেন।
জানা গেছে, দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনসহ মানুষের জানমালের নিরাপত্তায় দায়িত্ব পালন করায় এ বছর যে ৬০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-বীরত্ব) প্রদান করা হয়েছে তাদের মধ্যে নেত্রকোনার পুলিশ সুপার ফয়েজ আহমেদ অন্যতম।
নেত্রকোনায় যোগদানের পর থেকে ফয়েজ আহমেদ পুলিশের প্রতিটি থানা ও পুলিশ সদস্যদের সঠিক দিকনির্দেশনা দিয়েছেন। অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ পুলিশ সুপারও নির্বাচিত হয়েছেন পুলিশ সুপার ফয়েজ আহমেদ।
পদক প্রদানকালে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুলস্নাহ আল-মামুন, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্তকর্তারা।