প্রকাশিত সংবাদের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে গ্রাম পুলিশ নিয়োগে ঘুষ না নেওয়ার পরেও ঘুষের অভিযোগ এনে ইউপি চেয়ারম্যান ফরাজী ইউনুচের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ৭নং সোনাকাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান ফরাজী ইউনুচ বলেন, 'আমি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই আমার প্রতিপক্ষসহ একটি কুচক্রি মহল এলাকার সব উন্নয়নে বাধাগ্রস্ত করতে সক্রিয় রয়েছেন। এরই ধারাবাহিকতায় সোনাকাটা ইউনিয়নের ৮নং ওর্য়াডের গ্রাম পুলিশ নিয়োগে মিথ্যা ঘুষের অভিযোগ এনে সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে বিভিন্ন পত্রিকায় ও টিভিতে একটি সংবাদ প্রকাশ করেন। সেই সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে সামাজিকভাবে হেও পতিপন্ন করার জন্য সংবাদ প্রকাশ করেছেন।' তিনি আরও বলে, 'আমার চাকরি দেওয়ার কোনো ক্ষমতা নেই। তাই ঘুষ নিয়ে চাকরি দেওয়ার প্রশ্নই আসে না। তাছাড়া যাদের চাকরি হয়নি তারা প্রতিপক্ষদের প্ররোচনায় প্রতিহিংসাপরায়ণ হয়ে আমাকে হেও করার চেষ্টা করছেন।'