মাদারীপুরে নসিমন-মোটর সাইকেল সংঘর্ষে দুইজন নিহত

পাঁচ জেলায় সড়কের আরও ৫ জনের মৃতু্য

প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
মাদারীপুরে নসিমন-মোটর সাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়াও পাঁচ জেলায় সড়ক দুঘর্টনায় আরও ৫ জনের মৃতু্য হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পঠানো তথ্যে বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, মাদারীপুর জানান, মাদারীপুরে নসিমনের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার আসমত আলী খান সেতুর টোল পস্নাজার সামনে মাদারীপুর-শরীয়তপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার ছিলারচর এলাকার রিফাত বালি (১৯) ও মারুফ সরদার (৩০)। মাদারীপুর সদর থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নসিমনটিকে চিহ্নিত করে চালককে দ্রম্নত আইনের আওতায় আনা হবে। বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নকিব আকবর হোসেন (৬৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার বাগেরহাট-চিতলমারী সড়কের মুনিগঞ্জ সেতু টোল পস্নাজা এলাকায় তিনি মোটর সাইকেল নিয়ে দূর্ঘটনায় পড়ে মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হন। পরে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার বলেন, মোটর সাইকেল দুর্ঘটনায় নকীব আকবর হোসেনের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশের ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার চৌদ্দগ্রামে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আনোয়ার হোসেন (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার সাইদুল হক। নিহত আনোয়ার হোসেন উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর প্রতাপপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে। মিয়াবাজার হাইওয়ে থানা সেকেন্ড অফিসার সাইদুল হক বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে লাশটি উদ্ধার শেষে ফাঁড়িতে আনা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে'। হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জের বাহুবলে দ্রম্নতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় জয়নাল আবেদীন (৩৫) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার ডাকবাংলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন উপজেলার ভাটপাড়া গাজীপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল করিম জানান, পিকআপের চালক পালিয়ে গেছে। তবে পুলিশ চেষ্টা করছে ঘাতক ড্রাইভারকে গ্রেপ্তার করতে। জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় শেফালী বেগম (৫৫) নামে এক বৃদ্ধার মৃতু্য হয়েছে। বুধবার সদর উপজেলার ভাদসা দিওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেফালী বেগম জয়পুরহাট সদর উপজেলার দিওর গ্রামের আলাউদ্দিন উকিলের স্ত্রী। জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, বৃদ্ধা শেফালী বেগম নিজ বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে কাঁঠাল গাছের পাতা পাড়ছিলেন। এ সময় দ্রম্নতগামী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ওই বৃদ্ধাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। সালথা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সালথায় নসিমন-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আজম শেখ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টায় উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক গট্টি ইউনিয়নের ঝুনাখালি গ্রামের আজাহার শেখের ছেলে। সালথা থানার ওসি মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, 'সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'