ইবিতে বিশুদ্ধ পানির পস্ন্যান্ট চালুর দাবিতে মানববন্ধন
বাজিতপুরে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ
প্রকাশ | ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফোয়ারা ও বিশুদ্ধ পানির পস্ন্যান্ট চালুর দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এদিকে কিশোরগঞ্জের বাজিতপুরে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা শাখা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
ইবি প্রতিনিধি জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সততা ফোয়ারা ও বিশুদ্ধ পানির পস্ন্যান্ট চালুর দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কাজের দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। পরে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি বনি আমিন ও মামুনুর রশিদের নেতৃত্বে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের অভিযোগ, 'দীর্ঘদিন ধরে সততা ফোয়ারা বিকল হয়ে আছে। তাদের দীর্ঘদিনের দাবি সৌন্দর্যের প্রতীক সততা ফোয়ারা চালু করা হোক। এছাড়া ক্যাম্পাসে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। প্রতিটি হল ও বিভাগে বিশুদ্ধ পানির পস্ন্যান্ট স্থাপন। আর বিভিন্ন ভবনে যেগুলো বিকল হয়ে পড়ে আছে সেগুলো দ্রম্নত চালু করা।
এ বিষয়ে প্রক্টর ড. আমজাদ হোসেন বলেন, 'ইতোমধ্যে ফোয়ারা চালুর বিষয়ে প্রকৌশল অফিসকে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার নির্দেশনা দেওয়া হয়েছে।'
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, দ্বি-বার্ষিক সম্মেলন স্থগিত করার চক্রান্ত করায় কেন্দ্রীয় কমিটির কয়েক ব্যক্তির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বাজিতপুর পূজা উদযাপন পরিষদ। মঙ্গলবার বিকালে দুর্জয় মোড়ে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু কৃষ্ণ চন্দ্র দাস।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, যারা পূজা উদযাপন পরিষদের কোনো কিছু নয়, তারা পূজা উদযাপন পরিষদকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ষড়যন্ত্রকারীরা যদি পূজা উদযাপন পরিষদ ভেঙে দেওয়ার চেষ্টা করে তাহলে আগামী মার্চ মাসে তাদের কোনো জায়গা দেওয়া হবে না। এ সময় বক্তব্য রাখেন বাজিতপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক দেব দুলাল দাস, সুখন দত্তসহ আরও অনেকে।