সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

প্রতিনিধি
সেমিনার অনুষ্ঠিত \হরাজশাহী অফিস রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অধীনে পরিচালিত ২০২৩-২০২৪ অর্থবছরের গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি প্রতিবেদনের ওপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কনফারেন্স রুমে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে দিনব্যাপী আয়োজিত এই সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. ফারুক হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. রবিউল ইসলাম, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. রোকনুজ্জামান। দিবস পালন \হদুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 'স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার' এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরের্ যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও এম রকিবুল হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন পৌর মেয়র আলহাজ মাওলানা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, আব্দুল ওয়াহেদ, উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান, পৌর প্রশাসক তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাদেকুল ইসলাম, আলম সরকার প্রমুখ। মতবিনিময় সভা ম মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের মেলান্দহে বাংলাদেশ কৃষি ব্যাংকের 'ব্যাংকার-গ্রাহক সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক জামিল আহমেদ। অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, সহ-সভাপতি হামিদুল হক, ভাইস চেয়ারম্যান ডা. মো. ইউনুস আলী, জেসমিন আখতার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুলস্নাহ আল ফয়সাল, মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান প্রমুখ। সংবর্ধনা প্রদান ম শালস্না (সুনামগঞ্জ) প্রতিনিধি সুনামগঞ্জের শালস্নায় কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক প্রাবন্ধিক সুমন কুমার দাশকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার শালস্না উপজেলা হলরুমে কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সভাপতি খালেদ রেজা খানের সভাপতিত্বে শাজাহান সিরাজের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান উদ্বোধন করেন সম্মিলিত সিলেট সাংস্কৃতিক জোটের শামছুল আলম সেলিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাশ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল ছালাম, ওসি মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার প্রমুখ। গণশুনানি অনুষ্ঠিত ম শালিখা (মাগুরা) প্রতিনিধি মাগুরা শালিখায় মাগুরা পলস্নী বিদু্যৎ সমিতির আয়োজনে অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও সেবা প্রদান প্রতিশ্রম্নতি বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা পলস্নী বিদু্যৎ সমিতির জিএম দেব কুমার মালো। স্বাগত বক্তব্য রাখেন ডিজিএম মো. আলোমগীর হোসেন মুসলেমী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. কামাল হোসেন, ইউএনও হরেকৃষ্ণ অধিকারী, থানার ওসি মো. নাসির উদ্দীন, মাগুরা পলস্নী বিদু্যৎ সমিতির সাবেক সভাপতি বিমলেন্দু শিকদার ও মো. কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ফারুক আহম্মেদ প্রমুখ। বিদ্যালয় পরিদর্শন ম নানিয়ারচর (রাঙ্গামাটি) প্রতিনিধি নানিয়ারচর উপজেলার বুড়িঘাট আদর্শ নিম্নবিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তাহের মোহাম্মদ কামরুল হাসান। এ সময় স্কুলের উপস্থিত শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন ও সবাইকে মনোযোগ সহকারে পড়াশোনা করার পরামর্শ দেন তিনি। মঙ্গলবার সকালে বিদ্যালয় পরিদর্শনের সময় বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মামুন ভূঁইয়া এবং প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন এবং সহকারী প্রধান শিক্ষক কর্মচারীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।